এইদিন ওয়েব ডেস্ক,কাটোয়া,১২ নভেম্বর ঃ কালীপুজো উপলক্ষে দুঃস্থ শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দিল কাটোয়া থানা এলাকার দাঁইহাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা । ‘নেতাজী স্কাউড আ্যন্ড গাইড গ্রুপ’ নামে এই সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার দাঁইহাট শহর এলাকার ১০০ জন দুঃস্থ পরিবারের ছেলেমেয়েদের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক। তার আগে ওই সমস্ত শিশুদের ফুল দিয়ে প্রদীপ জ্বেলে বরণ করে নেয় সংস্থার সদস্যরা । কাটোয়ার ওই সংস্থার অভিনব এই ভাবনা নজর কেড়েছে এলাকাবাসীর ।
স্থানীয় সূত্রে জানা গেছে,সারা বছর ধরে বিভিন্ন কর্মসুচী নেয় দাঁইহাটের নেতাজী স্কাউড আ্যন্ড গাইড গ্রুপ । এদিন সংস্থার পক্ষ থেকে এলাকার ১০০ দুঃস্থ ছেলেমেয়েদের জন্য অভিনব এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছিল ‘বসন পড়ো মা’ । দাঁইহাট শহরের সুভাষ রোডের মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে সামাজিক দূরত্ববিধি মেনে ১০০ শিশুকে যথাযোগ্য মর্যাদায় বরণ করে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র।
সংস্থার কর্মকর্তা কৌশিক মুখোপাধ্যায় বলেন, ” মনীষীরা বলে গেছেন ‘জীবের মধ্যেই শিব’ আছেন । সেই আদর্শে অনুপ্রানিত হয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি ৷ আমাদের উদ্দেশ্য ছিল দুঃস্থ অসহায় শিশুগুলোর মুখে হাসি ফোটানো। অল্প কিছু উপহার পেয়ে শিশুগুলোর চোখে মুখে আজ যে খুশির আভাস দেখেছি তাতে আমাদের উদ্দেশ্য সফল হয়েছে ।”