এইদিন ওয়েবডেস্ক,মোরাদাবাদ,২৪ মার্চ : মন্দিরের ড্রেন বুজিয়ে অবৈধ নির্মান করছিল অন্য সম্প্রদায়ের লোকজন । প্রতিবাদ করলে দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার বিলারি কোতয়ালী এলাকার শেরপুর গ্রামে । সংবাদ মাধ্যম অমৃত বিচারের প্রতিবেদনে জানা গেছে,শেরপুর গ্রামে একটি প্রাচীন চামুন্ডা মন্দির । মন্দিরটি গ্রামের শেষ প্রান্তে মুসলিম জনবহুল এলাকায় অবস্থিত । বৃহস্পতিবার মন্দিরে পূজা দিতে যাওয়া মহিলা লক্ষ্য করেন মন্দিরের ড্রেনে অবরুদ্ধ করে মুসলিম সম্প্রদায়ের লোকজন অবৈধ নির্মাণ করছে । মহিলার এর প্রতিবাদ করেন । এরপর দু’পক্ষের লোকজন মুখোমুখি হলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । হিন্দুদের অভিযোগ,চামুন্ডা মন্দিরের পাশে মুসলিমরা জোর করে দখল করেছে । মন্দিরের সামনের ড্রেনে অবৈধ নির্মাণ করা হয়েছে। ড্রেনের ওপর বসানো হয়েছে অবৈধ স্ল্যাব । যে কারনে ড্রেনের জল নিকাশি বন্ধ হয়ে গেছে । পাশাপাশি মন্দিরের দেয়ালে গর্ত করে অবৈধ নির্মাণও করা হয়েছে বলে অভিযোগ তুলেছে হিন্দুরা ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ । পুলিশ উভয় পক্ষকে বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বর্তমানে চামুন্ডা মন্দিরের নির্মাণ কাজও চলছে । পুলিশ জানিয়েছে,অবৈধ নির্মানের প্রমাণ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।।
ছবি ও তথ্য : সৌজন্যে ‘অমৃত বিচার’