এইদিন ওয়েবডেস্ক,সুরাট,২৩ মার্চ : মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল গুজরাটের সুরাটের একটি আদালত । ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় রাহুল গান্ধী কর্ণাটকে তার ভাষণে বলেছিলেন, ‘সব চোরের উপাধি কেন মোদী ?’ এরপর গুজরাটের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী পুনেশ মোদী রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘মোদী’ সম্প্রদায়ের মানহানির জন্য মামলা দায়ের করেছিলেন । রাহুলকে আইপিসির ৪৯৯ (মানহানি) এবং ৫০০ (মানহানির শাস্তি) ধারায় অভিযুক্ত করা হয়েছিল । সেই অভিযোগের ভিত্তিতে সুরাট সিটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএইচ ভারমানির আদালতে দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়। গত শুক্রবার এই বিষয়ে সর্বশেষ শুনানি শেষে আদালত ২৩ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করেন। আজ বৃহস্পতিবার রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক । তবে মানহানির মামলায় জামিন পেয়েছেন রাহুল গান্ধী ।
প্রসঙ্গত,২০১৯ সালের ১৩ এপ্রিল কর্ণাটকের কোলারের জনসভায় রাহুল গান্ধী বলেছিলেন, ‘নীরব মোদী, ললিত মোদী, নরেন্দ্র মোদী.. তাদের সকলের মোদী সাধারণ উপাধি হল কী করে ? কিভাবে সব চোরের সাধারণ উপাধি মোদী ?’ তিনি আরও বলেছিলেন,’মোদি নামটি ভারতের সবচেয়ে বড় ক্রোনি পুঁজিবাদী এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে যোগসাজশের প্রতীক ।’
এই মামলায় অভিযোগকারী পুনেশেরও দুজন প্রত্যক্ষদর্শী ছিলেন । তার মধ্যে একজন কোলার জেলা কালেক্টর এবং অপরজন ভিডিওগ্রাফার যিনি রাহুলের বক্তব্য রেকর্ড করেছিলেন । রাহুল সর্বশেষ ১৭ মার্চ শুনানির জন্য আদালতে হাজির হন ।।