এইদিন ওয়েবডেস্ক,গিরিডি,২৩ মার্চ : অভিযানের সময় মামলায় অভিযুক্তের পরিবারের ৪ দিনের শিশুকে পা দিয়ে পিষে মারার অভিযোগ উঠল ঝাড়খণ্ডের গিরিডির দেউরি থানার পুলিশের বিরুদ্ধে । মিডিয়া রিপোর্টে জানা গেছে,পারিবারিক কলহের জেরে মারামারির ঘটনায় কোশোগন্ডো দীঘি গ্রামের বাসিন্দা ভূষণ পাণ্ডে নামে এক অভিযুক্তকে খুঁজছিল পুলিশ । মঙ্গলবার বেলা ৩ টার দিকে দেউরি থানা পুলিশের একটি দল ভূষণ পান্ডেকে গ্রেফতার করতে তার বাড়িতে যায় । পুলিশকে দেখে পরিবারের সদস্যরা বেরিয়ে আসে । সেই সময় বাড়ির একটি ঘরের বিছানায় ঘুমিয়ে ছিল চারদিনের ওই শিশুটি । পুলিশ ভুষণের খোঁজে প্রতিটি কক্ষে তল্লাশি চালানোর সময় সেই ঘরে ঢুকে সোজা শিশুর বিছানায় উঠে পড়ে । তার পর বিছানায় থাকা লেপ ও তোষক তল্লাশি চালানোর সময় শিশুটিকে পুলিশ পা দিয়ে পিষে মেরে ফেলে বলে অভিযোগ । পরে পরিবারের লোকজন ঘরে ঢুকলে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায় ।
নিহত শিশুটি মামলায় অভিযুক্ত ভূষণ পান্ডের সম্পর্কে নিজের নাতি । মৃত নবজাতকের বাবা দেউড়ি থানায় এনিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন । এদিকে এই ঘটনার পর রাজ্যের হেমন্ত সোরেন সরকারের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । বিষয়টি ঝাড়খণ্ড বিধানসভায় তুলে ধরে হেমন্ত সোরেন সরকারকে আক্রমণ করেছে বিজেপি । প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বাবুলাল মারান্ডি টুইট করেছেন, ‘হেমন্ত সোরেনজি এটা কোনো সাধারণ ঘটনা নয় । গিরিডি জেলার পুলিশের তদন্তে কারও আস্থা নেই। সবার আগে এফআইআর করুন । মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দলকে দিয়ে নবজাতকের ময়নাতদন্তের নির্দেশ দিন । ভিসেরা সংরক্ষিত করুন । যাতে কেউ বিষয়টি নিয়ে ঝামেলা করতে না পারে। রাঁচি থেকে উচ্চ আধিকারিকদের একটি দল পাঠান এবং অবিলম্বে তদন্ত ও ব্যবস্থা নিশ্চিত করুন ।’ তিনি কয়েকটি কাগজে প্রকাশিত ঘটনার প্রতিবেদনের ক্লিপও টুইটের সাথে পোস্ট করেছেন ।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গিরিডির এসপি অমিত রেনু বলেছেন, মৃত শিশুর ময়নাতদন্ত করা হচ্ছে। রিপোর্ট আসার পরই নবজাতকের মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে ।’।