এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৩ মার্চ : আফগানিস্তানের উত্তর-পূর্বে বাদাখশান জুরাম জেলায় কেন্দ্রীভূত মঙ্গলবার রাতের ভূমিকম্পে আফগানিস্তানে ৫ জন এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ৯ জন মারা গেছে । আফগানিস্থানে আহত হয়েছে আরও অন্তত ৫৮ জন । এছাড়াও পাঞ্জশির প্রদেশে একটি বাড়ির ছাদ ধ্বসে এক মহিলাসহ তিনজন আহত হয়েছেন ।
পাকিস্তানি মিডিয়া রিপোর্ট অনুযায়ী,খাইবার পাখতুনখোয়ায় ৬.৫ মাত্রার এই ভূমিকম্পে তাদের দেশে ৪৪ জন নাগরিক আহত হয়েছে । মঙ্গলবার রাতের ভূমিকম্পে লাঘমান, কাবুল ও বাঘলান সহ দেশের অন্যান্য অঞ্চলের প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । ভূমিকম্পটিকে মাঝারি স্তরের ভূমিকম্পগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হচ্ছে । এর কেন্দ্রস্থল ছিল পৃথিবী পৃষ্ঠের সত্তর থেকে তিনশো কিলোমিটার গভীরে ।
এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারী ৬.৩ মাত্রার ভূমিকম্প ইসলামাবাদের কিছু অংশকে কেঁপে উঠেছিল । তার আগে খাইবার পাখতুনখোয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্প হয় । এছাড়া গত বছর আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষ মারা যায় । ২০০৫ সালের অক্টোবর মাসে ইসলামাবাদ,পাকিস্থান অধিকৃত জম্মু ও কাশ্মীর এবং খাইবার পাখতুনখোয়াতে৷ ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে । তখন লক্ষাধিক মানুষের প্রাণহানি হয়েছিল ।।