এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২২ মার্চ : এনজিও-এর নামে টাকা সংগ্রহ করে সেই টাকা ভারতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে কাজে লাগানোর অভিযোগে কাশ্মীরি সাংবাদিক ইরফান মেহরাজকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ) । ধৃতের বাড়ি শ্রীনগরের মজ্জুর নগরে । খুররম পারভেজের ঘনিষ্ঠ এই ফ্রিল্যান্সিং সাংবাদিককে শ্রীনগর থেকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শুরু করেছে জাতীয় তদন্তকারী দল । উল্লেখ্য,খুররম পারভেজ এবং তার ৬ সহযোগীর বিরুদ্ধে কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তা লস্কর-ই- তৈয়বা সন্ত্রাসীবাদীদের দেওয়ার অভিযোগ রয়েছে ।২০২১ সালের নভেম্বরে গ্রেফতার করা হয় খুররম পারভেজকে । ২০২২ সালের মে মাসে এনআইএ খুররম পারভেজ এবং সহযোগীদের বিরুদ্ধে আদালতে একটি চার্জশিট দাখিল করে এনআইএ ।
জানা গেছে,’জম্মু ও কাশ্মীর কোয়ালিশন অফ সিভিল সোসাইটিজ'(JKCCS) নামে একটি এনজিও খুলেছিল ধৃত ইরফান মেহরাজ । ওই এনজিওর সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দিত । কিন্তু এনজিওর আড়ালে আদপে ওই সংস্থাটি উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ করছিল বলে তদন্তে জানতে পারে এনআইএ । তদন্তকারী দলের হাতে ওই এনজিওর সঙ্গে লস্কর-ই-তৈয়বা এবং হিজবুল মুজাহিদিনের মতো কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনগুলির যোগসূত্রের বেশ কিছু প্রমাণও রয়েছে ।
এনআইএ জানিয়েছে,উপত্যকার সমস্ত নিবন্ধিত এবং নন-নিবন্ধিত এনজিওগুলির বিষয়ে তদন্ত করা হচ্ছে । এমন অনেক এনজিও এবং ট্রাস্ট রয়েছে যারা শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করে না, দেশবিরোধী কার্যকালাপেও লিপ্ত । এই ধরনের এনজিও এবং ট্রাস্টকে দেশের একতা ও অখণ্ডতার পাশাপাশি সার্বভৌমত্বের জন্য হুমকি বলে অভিহিত করেছে এনআইএ ।।