এইদিন ওয়েবডেস্ক,তুমকুর(কর্ণাটক),২১ মার্চ : মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে হিন্দু মহিলা কর্মীদের হিজাব পরতে বাধ্য করার অভিযোগ উঠল কর্ণাটকের তুমকুরে(Tumkur) কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিরুদ্ধে । শীতল চোপড়া নামে আরএসএসের এক স্বয়ংসেবক গত ১৭ মার্চ এই বিষয়ে কিছু ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন,’কর্ণাটকের তুমকুর জেলায় একজন মুজলিম ক্যাটারার হিন্দু মেয়েদের নিয়োগ করছে এবং তাদের হিজাব পরতে বাধ্য করছে ৷ কোনও নারীবাদী এই মেয়েদের জন্য লড়াই করবে না কারণ তারা “হিন্দু”৷’
ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠছে,তারা মূলত দরিদ্র হিন্দু তরুনীদের টার্গেট করছে এবং বেশি পারিশ্রমিকের লোভ দেখিয়ে এই কাজ করাচ্ছে । ‘সংবাদ কন্নড়’ নামে একটি স্থানীয় চ্যানেলও এই বিষয়ে একটি প্রতিবেদন দেখিয়েছিল । এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রতিবাদে সরব হয়েছে হিন্দু সংগঠনগুলি ।
বজরং দলের কর্মী মঞ্জু ভার্গব দ্য অর্গানাইজারকে জানিয়েছেন,তাঁরা জানতে পেরেছেন মুসলিমদের বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে হিন্দুদের প্রতীক যেমন টিপ এবং চুড়ি না পরার জন্য কোম্পানিগুলি হিন্দু মহিলাদের দৈনিক ৮০০ থেকে ১০০০ টাকা করে দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে । কিন্তু যারা হিজাব পরেতে অস্বীকার করছেন তাদের দেওয়া হচ্ছে মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা করে । এভাবে অর্থের লোভ দেখিয়ে ইসলামিকরণকে উৎসাহিত করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি । যদিও বিষয়টি নিয়ে স্থানীয় থানায় কোনো অভিযোগ দায়ের হয়েছে কিনা তা জানা যায়নি ।।