এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২১ মার্চ : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর জেলা চেয়ারম্যান আতিফ জাদুন খান(Atif Jadoon Khan) সহ অন্তত ৮ জন গ্রেনেড হামলায় নিহত হয়েছেন । অজ্ঞাত পরিচয় হামলাকারীরা সোমবার খাইবার পাখতুনখোয়ার হাভেলিয়ানের কাছে রকেট চালিত গ্রেনেড (আরপিজি) দিয়ে আতিফের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় । পুলিশ জানিয়েছে, অ্যাবোটাবাদ জেলার ল্যাংড়া এলাকার কাছে জাদুনের গাড়িতে হামলাকারীরা অতর্কিত হামলা চালায় যখন তিনি এবং আরও সাতজন লোক পাশের একটি গ্রামে ফাতিহা দেওয়ার পরে বাড়ি ফিরছিলেন । রকেট হামলার পরে গাড়িটিতে আগুন ধরে যায়। নিহত অন্য সাতজনের মধ্যে চার নিরাপত্তারক্ষী ও তিনজন শ্রমিক রয়েছে ।
এদিকে খবর পাওয়ার পর পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায় । পুলিশ এলাকাটি ঘিরে রেখে ঘটনার তদন্ত শুরু করেছে । উল্লেখ্য,আতিফ জাদুন খান নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে জয়ী হওয়ার পরে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই-তে যোগ দিয়েছিলেন । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে ।।