এইদিন ওয়েবডেস্ক,সান ফ্রান্সিসকো,২০ মার্চ : সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে হামলা চালালো খলিস্তানি সমর্থকরা । সোমবার খালিস্তানপন্থীরা স্লোগান দিতে থাকা দুর্বৃত্তরা দূতাবাস চত্বরে খালিস্তানের পতাকা লাগিয়ে দেয় । যদিও দূতাবাসের কর্মীরা সঙ্গে সঙ্গে পতাকা সরিয়ে নেন । আর এর পরেই খালিস্তানপন্থী দুষ্কৃতকারীরা দূতাবাস চত্বরে হামলা চালায় এবং রড দিয়ে দরজা-জানালা ভেঙে দেয় । এই বিয়ের সান ফ্রান্সিসকো পুলিশ তাৎক্ষণিকভাবে ভারতীয় দূতাবাসে হামলার ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি ।
এদিকে ভারতীয় আমেরিকানরা এই হামলার নিন্দা করেছে এবং ঘটনার জন্য দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে । ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াস্পোরা স্টাডিজ (এফআইআইডিএস) বলেছে যে লন্ডন এবং এসএফওতে আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই উদ্বেগজনক । সেখানে খালিস্তানিরা ভারতীয় দূতাবাসগুলিতে আক্রমণ করেছে,অথচ দোষীদের ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশের মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না ।।