এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২০ মার্চ : পাকিস্তানে ইমরান খানের কর্মী সমর্থকদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ । ইসলামাবাদ ও লাহোরে অভিযান চালিয়ে এযাবৎ শতাধিক পিটিআইয়ের কর্মীদের গ্রেফতার করা হয়েছে । পিটিআই অভিযোগ তুলেছে, পুলিশ তাদের কর্মীদের উপর নির্মমভাবে দমনপীড়ন চালাচ্ছে । ইসলামাবাদ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলায় জড়িত থাকায় এ পর্যন্ত ১৯৮ জন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে
গত সপ্তাহে পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল পাকিস্তানের আদালত । পুলিশ ইমরানকে গ্রেপ্তার করতে তার লাহোরের বাসভবনে গেলে পিটিআই কর্মীদের বাধার মুখে পড়তে হয় । পুলিশ জনতাকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায় । পরে শনিবার ইমরান ইসলামাবাদের আদালতের হাজির হওয়ার সময়েও ফের পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পিটিআইয়ের কর্মীরা ।
পিটিআইয়ের নেতা ফাওয়াদ চৌধুরি বলেন,’রবিবার রাতে পিটিআইয়ের গুরুত্বপূর্ণ নেতাদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ । ইসলামাবাদ ও লাহোর থেকে প্রায় ২৮৫ জন পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে । তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে ।’ যদিও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানের পুলিশ ।।