এইদিন ওয়েবডেস্ক,কুইটো,১৯ মার্চ : শনিবার ইকুয়েডর এবং উত্তর পেরুর উপকূলীয় অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে । বাড়ি, স্কুল এবং চিকিৎসা কেন্দ্রের বহু ভবন বিধ্বস্ত হয়েছে । ফলে অন্তত ৩৮০ জন আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স । ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক টুইট বার্তায় নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন । আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ।
প্রেসিডেন্সির যোগাযোগ সংস্থা জানিয়েছে যে ভূমিকম্পে ১৪ জন নিহত হয়েছে এবং ৩৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে । ক্ষয়ক্ষতি বেশিরভাগই এল ওরো প্রদেশে হয়েছে । সংস্থাটি জানিয়েছে, কমপক্ষে ৪৪ টি বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও ৯০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । প্রায় ৫০ টি স্কুল ভবন এবং ৩০ 30 টিরও বেশি স্বাস্থ্যকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে । যখন ভূমিকম্পের জেরে ভূমিধসের কারণে একাধিক রাস্তা বন্ধ হয়ে গেছে । সান্তা রোসা বিমানবন্দরের সামান্য ক্ষতি হয়েছে, কিন্তু চালু রয়েছে । তবে সুনামির কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বলে জানা গেছে ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) সংস্থা জানিয়েছে, ভুমিকম্পের কেন্দ্রস্থল ছিল গুয়াস প্রদেশের বালাও শহর থেকে প্রায় ১০ কিমি দূরে মাটির ৬৬.৪ কিমি গভীরে । ম্যাগালি এসকান্ডন নামের কুয়েনকার এক ব্যবসায়ী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমি রাস্তায় বেরিয়ে দেখি লোকেরা আতঙ্কে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করেছে । প্রেসিডেন্ট গুইলারমো লাসো ইকুয়েডরবাসীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জরুরি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ।।