এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৮ মার্চ : আফগানিস্তানের লোগার প্রদেশে মর্টার শেল বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে । আহত হয়েছে আরও দু’জন । স্থানীয় তালিবান জঙ্গিরা হতাহতদের উদ্ধার করে আনে । আহতরা হাসপাতালে চিকিৎসাধীন । তাদের অবস্থাও গুরুতর বলে জানা গেছে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,ঘটনাটি ঘটেছে লোগার প্রদেশের কেন্দ্রস্থল পুল আলম শহরের আল-তিমুর এলাকায় । শুক্রবার কয়েকজন শিশু এলাকায় কাঠ সংগ্রহ করছিল । তখনই তাদের নজরে পড়ে ওই মর্টার শেলটি । শিশুরা মর্টার শেলটি নিয়ে খেলতে শুরু করলে আচমকা বিস্ফোরণ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুর । গুরুতর আহত হয় আরও দু’জন । বিস্ফোরণে নিহতরা একই পরিবারের সদস্য কিনা তা এখনও জানা যায়নি ।
এদিকে লোগারের তালিবানরা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে । প্রসঙ্গত,আফগানিস্তানে অতীতের যুদ্ধের সময় বিভিন্ন এলাকায় ফেলে যাওয়া প্রচুর বোমা ও ল্যান্ড মাইন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে । মাঝেমধ্যেই ওই সমস্ত ল্যান্ডমাইন বা বোমায় বিস্ফোরণ ঘটে শিশুদের মৃত্যু হয় ।।