এইদিন ওয়েবডেস্ক,বাদাউন,১৮ মার্চ : উত্তরপ্রদেশের বাদাউনে (Badaun) এক দলিত কিশোরীকে তার মায়ের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গনধর্ষণের অভিযোগ উঠল । এই ঘটনায় জড়িত ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতরা হল তসলিম (Taslim), আরিফ(Arif) এবং ইসরার(Israr) । অপর ধর্ষক আবরার (Abrar) পলাতক । তার সন্ধান চালাচ্ছে পুলিশ । অভিযুক্তদের বিরুদ্ধে যৌন অপরাধ,হুমকি, ধর্ষণ,লাঞ্ছনা, শিশুদের সুরক্ষা (পকসো) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,ঘটনার দিন মায়ের সঙ্গে মাঠে শৌচকর্ম করতে যাচ্ছিল ওই কিশোরী । সেই সময় তসলিম,আরিফ,ইসরার এবং আবরার মিলে তাদের পথ আটকায় । ওই চার যুবক কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার মা বাধা দেয় । তখন চার যুবক মিলে কিশোরীর মাকে বেদম মারধর করে । যুবকদের অমানবিকভাবে মারধরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কিশোরীর মা । তারপর চার যুবক কিশোরীকে তুলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে উপর্যুপরি ধর্ষণ করে ।
জানা গেছে,এদিকে কিছুক্ষণ পরেই কিশোরীর মায়ের জ্ঞান ফিরলে তিনি চিৎকার করে লোকজন ডাকাডাকি করে । তার চিৎকার শুনে লোকজন জড়ো হলে চার ধর্ষক পালিয়ে যায় । কিন্তু গ্রামবাসীরা তাদের পিছু ধাওয়া করে ধরে ফেলে । শুরু হয় গনধোলাই । ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ । কিন্তু তার আগেই আবরার নামে ওই যুবক গ্রামবাসীদের হাত ফস্কে পালিয়ে যেতে সক্ষম হয় । পুলিশ প্রথমে বাকি ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায় । পরে নির্যাতিতার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে পুলিশ ।
অশ্বিনী সাঁতরা ১৯৯৮ (Aswiani Santra 1998) নামে এক ব্যক্তি নির্যাতিতা ভাইয়ের একটি ভিডিও টুইট করে লিখেছেন,’বাদাউন, ইউপি: একটি মেয়েকে গণধর্ষণ এবং মাকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে যখন তারা খামারে যাচ্ছিল । চিৎকার শুনে জড়ো হয় গ্রামবাসী । তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেয় । গ্রেফতার তসলিম,আরিফ, ইসরার আবরারের খোঁজ অব্যাহত রয়েছে ।’।