এই তো বেশ আছি ভালো
নিজেকে ভালোবেসে,
ঘুরে বেড়াই আপন মনে
মন-কেমনের দেশে।
আমি চলি আর মন চলে
আমার সাথে-সাথে,
অচেনা কত টুকরো স্মৃতি পড়ে থাকে পথে।
আরোও কত চেনা চাহনি
চেনা মুখের সারি,
কেউবা দেখি ক্লীন-শেভ্ড
কারো মুখে দাড়ি।
টুকরো-টুকরো ছবি কত
তুলে নিই হাতে,
বিছানাময় ছড়িয়ে বসি
স্তব্ধ কোনো রাতে।
পুকুর পাড়ের বাঁশবাগানে
ঝিল্লি উঠে ডেকে,
মশারির গায়ে জোনাকিটা
জ্বলে থেকে-থেকে।
পাড়ার মোড়ে কুকুরটাও
ডাকছে খালি-খালি,
রোয়াকে বসে দুটো মাতাল
দিচ্ছে কাকে গালি।
রাত কত হল কে জানে
ঘুম আসে না চোখে,
আকাশ-জোড়া অবাক তারা
রাত কাটছে দেখে।
তবুও আমি ভালোই আছি-
আছি অনেক সুখে,
ভালো থাকা আর খারাপ থাকার
পাঠ যে গেছে চুকে।