এইদিন ওয়েবডেস্ক,ওকলাহোমা,১৭ মার্চ : প্রতিবেশী মহিলার বুক চিড়ে হৃৎপিন্ড বের করে আলু দিয়ে রান্না করেছিল ৩ খুনের আসামি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত লরেন্স পল অ্যান্ডারসন (Lawrence Paul Anderson) নামে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার এক ব্যক্তি । ঘটনাটি ২০২১ সালের ৯ ফেব্রুয়ারীর ৷ ওইদিন নরখাদক অ্যান্ডারসন হাতে ছিল একটি ধারালো অস্ত্র নিয়ে ওকলাহোমার চিকাসায় (Chickasa) তার প্রতিবেশী আন্দ্রেয়া লিন ব্ল্যাঙ্কেনশিপ (Andrea Lynn Blankenship)-এর বাড়িতে চড়াও হয় । সেই সময় আন্দ্রেয়া ব্ল্যাঙ্কেনশিপ তাঁর মেয়ে ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিরর ছাত্রী হেইলির (Haylee) সঙ্গে ফোনে কথা বলছিলেন । ৪৪ বর্ষীয় অ্যান্ডারসন ব্ল্যাঙ্কেনশিপের উপর চড়াও হয়ে অস্ত্র দিয়ে তার বুক চিড়ে ফেলে । মহিলার হৃৎপিণ্ড বের করে নেয় । সেই হৃৎপিণ্ড নিয়ে সে কাকা লিওন পাই(Leon Pye)-এর বাড়িতে আসে । হৃৎপিণ্ডটি আলু দিয়ে রান্না করে । তারপর সেই রান্না কাকা, কাকীমা ডেলসি পাই এবং কাকার চার বছর বয়সী নাতনি কেওস ইয়েটসকে (Kaeos Yates) খেতে দেয় লরেন্স পল অ্যান্ডারসন । তারপর সে ওই তিনজনের উপরেও একই অস্ত্র দিয়ে হামলা চালায় । হামলায় ডেলসি পাই বরাত জোরে প্রাণে বেঁচে গেলেও লিওন পাই ও তার নাতনির মৃত্যু হয় ।
জানা যায়,নৃশংস ঘাতক অ্যান্ডারসনের আহত কাকিমাই ৯১১ তে কল করে ঘটনার কথা পুলিশকে জানায় । তারপর পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে । বুধবার গ্র্যাডি কাউন্টি জেলা আদালত লরেন্স পল অ্যান্ডারসনকে দোষী সব্যস্ত করে প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে । যদিও নিহতের পরিবার ঘাতককে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছিল । তবে সেই আবেদনে সাড়া দেয়নি বিচারক ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,গন হত্যাকাণ্ডের মাত্র কয়েক সপ্তাহ আগে পর্যন্ত জেলে ছিল অ্যান্ডারসন । ২০২১ সালে অ্যান্ডারসনকে মাদক মামলায় ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল । কিন্তু তখন ছোটো খাটো অপরাধে কারাদণ্ড প্রাপ্তদের মুক্তি দেয় রাজ্য সরকার । ওকলাহোমার তাৎকালীন গভর্নর এবং জেল প্যারোল বোর্ডের ভুলের কারণে সেই তালিকায় নাম ঢুকে যায় অ্যান্ডারসনের । আর জেল থেকে মুক্তি পাওয়ার পরেই মাত্র কয়েক সপ্তাহের মাথায় সে ৩ জনকে নৃশংসভাবে খুন করে ।।