এইদিন ওয়েবডেস্ক, ১২ নভেম্বর: আলিপুরদুয়ারে বৃহস্পতিবার বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষের কনভয়ের ওপর হামলার ঘটনায় নজিরবিহীন ভাষায় রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেন বিজেপির যুব মোর্চার রাজ্যসভাপতি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি এদিন দলের রাজ্যদফতর থেকে সারারাজ্য জুড়ে যুবমোর্চার পক্ষ থেকেও প্রতিবাদ আন্দোলনের ডাক দেন। এই কর্মসূচি ঘোষণা করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ বলেন,” এই জানোয়ার তৃণমূল কংগ্রেস দিকে দিকে আমাদের কর্মীদের ওপর আক্রমণ করার চেষ্টা করছে, যেভাবে আমাদের রাজ্য সভাপতির ওপর হামলা করেছে তারই প্রতিবাদে আমরা যুবমোর্চার পক্ষ থেকে রাজ্যজুড়ে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে অবরোধ আন্দোলনের ডাক দিয়েছি।” পাশাপাশি সৌমিত্র খাঁ এদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, ” আমরা জানি আর একদিন পরেই কালীপুজো, দিপাবলি উৎসব।উৎসবের মুখে সাধারণ মানুষের কিছুটা সমস্যা হবে। তাই আমরা সাধারণ মানুষদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নিচ্ছি।তৃণমূল যেভাবে জানোয়ারচিত আচরণ করছে ওদের বিরুদ্ধে আন্দোলন ছাড়া আমাদের উপায় নেই।” সাংসদ সৌমিত্র খাঁ এদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে কার্যত বেলাগাম ভাষাতে আক্রমণ করে বসেন।