প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৭ মার্চ : বাংলার ‘কন্যাশ্রী’ প্রকল্পের খ্যাতি এখন বিশ্বজোড়া । সেই ‘কন্যাশ্রী’ প্রকল্প ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই সংগ্রামের কাহিনী নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক । যার নামকরণ করা হয়েছে ‘সুকন্যা’ । তার শুটিং ও অডিশন এখন চলছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। বৃহস্পতিবার দিনভর ‘সুকন্যা’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকলেন টলিউড অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়,অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এবং,পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথসহ অন্যান্য কলাকুশলীরা । শ্যুটিং দেখতে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষজনও ভিড় জমিয়ে ছিলেন ।
রাজনৈতিক নেতা নেত্রীদের নিয়ে ‘বায়োপিক’ এই প্রথম কেউ করছে ,এমনটা নয় । ইতিপূর্বে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং,তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও ‘বায়োপিক’তৈরি হয়েছে । রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়েই শুধু ‘বায়োপিক’ হয়েছে এমনটা নয় ।ভারতীয় সিনেমার ইতিহাসে কেন্দ্রীয় প্রকল্প নিয়েও চলচ্চিত্র নির্মাণের দৃষ্টান্ত রয়েছে। স্বচ্ছ ভারত মিশনের অধীন ‘হর ঘর শৌচালয়’ অবলম্বনে ‘টয়লেট, ’এক প্রেম কথা’ তারই উদাহরণ । সেই পরম্পরায় এবার জায়গা করে নেবে বিশ্বজুড়ে সমাদৃত হওয়া পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প ‘কন্যাশ্রী’ তৈরি বায়োপিক ‘সুকন্যা’।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেন। চালু হবার পর থেকেই এই প্রকল্প সাড়া ফেলে দেয়। একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে বাংলার কন্যাশ্রী প্রকল্প। ২০১৭ সালের জুন মাসে, জাতিসংঘ তাদের সর্বোচ্চ জনসেবা পুরস্কারে সম্মানিত করে কন্যাশ্রীকে। বিশ্বের ৬২ টি দেশের মধ্যে ৫৫২ টি সোশ্যাল সেক্টর স্কিমগুলির মধ্যে সেরা পুরস্কার পায় কন্যাশ্রী। এই সাফল্যের পরিপ্রেক্ষিতে প্রতি বছর ১৪ আগষ্ট বাংলায় কন্যাশ্রী দিবস পালিত হয়ে আসছে । ‘সুকন্যা’ বায়োপিকের পরিচালক পরিচালক উজ্বল মিত্র, প্রযোজক হলেন সমীর মন্ডল । সুটিং এর ফাঁকে এদিন সমীর মণ্ডল বলেন,বাংলার কন্যাশ্রী এখন বিশ্বশ্রী । বাংলার মেধাবী মেয়েরা এই প্রকল্পের সহায়তা পেয়ে উচ্চশিক্ষায় যেমন শিক্ষিত হচ্ছে তেমনই আর্থিক ভাবে দুর্বল পরিবারের মেয়েরা শিক্ষা লাভের ক্ষেত্রে উপকৃত হচ্ছে।এইসব কিছুকে নিয়েই তৈরি হচ্ছে বায়োপিক । যার নামকরণ করা হয়েছে ’সুকন্যা’ । তার সুটিং বুধবার থেকে পূর্বস্থলীতে শুরু হয়েছে । এই বায়োপিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সংগ্রাম ও বিরোধী নেত্রী থাকা কালে তাঁর লড়াই সংগ্রামের নানা কাহিনীকে তুলে ধরা হচ্ছে । পাশাপাশি একজন মা কন্যাসন্তান জন্ম দেওয়ার পর তাকে কতটা লড়াই করতে হয় এবং সেই মা ’কন্যাশ্রী প্রকল্পের’ সাহায্য নিয়ে কিভাবে আইপিএস অফিসার হয়ে বাংলায় আসছেন এমনই তিনটি চরিত্র বায়োপিকে স্থান পাচ্ছে। আগামী এপ্রিল মাসের শেষের দিকেই বাংলার মানুষ এই বায়োপিক দেখতে পাবেন বলে এমন সম্ভাবনার কথা শুনিয়েছেন প্রযোজক।
পূর্বস্থলীর বাঁশদহ-চাঁদের বিলের পাড়ে হওয়া শুটিংয়ে এদিন ব্যস্ত থাকতে দেখা যায় কনীনিকা বন্দ্যোপাধ্যায়,খরাজ মুখোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন সহ অনেক সহ অন্যান্য অভিনেতাদের।কনীনিকা বন্দ্যোপাধ্যায় এই ছবিতে বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন।ছবিতে তার নাম মায়া চট্টোপাধ্যায় । এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যায় সাদা শাড়ি পড়ে কনীনিকা চাষের জমিতে শিল্প তৈরী বিষয়ে প্রতিবাদের সরব হওয়ার যে দৃশ্যে অভিনয় করেন তা ক্যামেরা বন্দি করেন চিত্রগ্রাহকরা । চাষিদের মাঝে প্রতিবাদী সংলাপের সুটিংয়ে কনীনিকাকে বলতে শোনা যায়,’আপনারা কিছুতেই আপনাদের জমি ছাড়বেন না । চাষের জমি কেড়ে নিয়ে শিল্প করাটা কাজের কোনও কথা নয়।কলকাতায় গিয়েই আমি সরকারের বিরোধিতায় কাজে নামব । আমি আপনাদের সঙ্গে আছি’,ইত্যাদি নানা ডায়লগ ।
অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এই বায়োপিকে
মোহিনীমোহনের চরিত্রের অভিনয় করছেন।
মন্ত্রী স্বপন দেবনাথ জানান,এই বায়োপিকের সত্তর শতাংশ শুটিং ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে । বাকি অংশের শুটিং পূর্বস্থলীতে হচ্ছে । এবার কলকাতাতেও হবে । কিছুদিন আগে পরিচালক
সুটিংয়ের জন্য পূর্বস্থলীর স্পট দেখে যান ।।