এইদিন ওয়েবডেস্ক, আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৮ মার্চ : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী মনোনয়নে চমক দিল বিজেপি। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে মনোনীত করেছে কলিতা মাঝিকে। ৩২ বছরের এই গৃহবধূ আদপে পরিচারিকার কাজ করেন। অনেকটাই অপ্রত্যাশিত ছিল কলিতাদেবীর কাছে। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে তার নাম ঘোষণার পরেই দলীয় কর্মীরা কলিতাদেবীকে শুভেচ্ছা জানাতে কার্যালয়ে ভিড় করছেন।
গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার মাঝপাড়ার বাসিন্দা কলিতা মাঝির স্বামী সুব্রত মাঝি জলের পাইপলাইনের মিস্ত্রির কাজ করেন। খুব সামান্য রোজগার। এক ছেলে পার্থ মাঝি অষ্টম শ্রেণীতে পড়ে। গুসকরা শহরের তিনটি বাড়িতে ঠিকাচুক্তিতে পরিচারিকার কাজ করেন কলিতা। ভোরের আলো ফুটতেই কাজে বেড়িয়ে যান।
পরিবার সূত্রে জানা যায় মঙ্গলকোটের কাসেমনগরে বাপেরবাড়ি কলিতাদেবীর। বাবা মধূসুদনবাবু মারা গিয়েছেন। ৭ বোন এক ভাই মিলে সংসার ছিল। বাবা জনমজুরি করতেন। কলিতা মাঝি জানান, টাকার অভাবে পড়াশোনা বেশিদূর করতে পারেননি তিনি। প্রাথমিক স্কুলে পড়াশোনা করতে করতেই পড়াশোনা ছেড়ে দিতে হয়।
বিজেপির আউশগ্রাম বিধানসভা এলাকার সহ আহ্বায়ক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন,” আমাদের দল গরিব মানুষের স্বার্থে লড়াই করে। একজন সামান্য পরিচারিকাকে প্রার্থী করে দল সেটা বুঝিয়ে দিল। আমাদের প্রার্থীই ভোটে জয়ী হবেন।”
কলিতা মাঝির কথায়,” গরিবের যন্ত্রণা আমি বুঝি।ভোটে জিতলে খেটেখাওয়া মানুষের পাশে থাকবো। সাধারণ মানুষের হয়ে কাজ করবো।”