এইদিন ওয়েবডেস্ক,অরুণাচল প্রদেশ,১৬ মার্চ : বৃহস্পতিবার সকালে অরুণাচল প্রদেশের বোমডিলার কাছে ভারতীয় সেনাবাহিনীর একটি ‘চিতা’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে । এই দূর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট ও সহ-পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গেছে । মিডিয়া রিপোর্টে জানা গেছে, এদিন সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ চিতা হেলিকপ্টারটি সেঞ্জ থেকে মিসামারি উদ্দেশ্যে রওনা হয়েছিল । কিন্তু কিছুক্ষণ পরেই হেলিকপ্টারের সঙ্গে এটিএস-এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বোমডিলার পশ্চিম দিকে মান্ডলার মাটিতে আছড়ে পড়ে হেলিকপ্টারটি । পরে হেলিকপ্টারের পাইলট এবং সহ-পাইলটের মৃতদেহ খুঁজে পায় স্থানীয় বাসিন্দারা । বর্তমানে তল্লাশি অভিযান চলছে বলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বায়ূ সেনার তরফ থেকে জানানো হয়েছে ।
তবে বিমানবাহিনীর চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা এই প্রথম নয় । এর আগে গত বছর অক্টোবরে তাওয়াং-এর কাছে বিধ্বস্ত হয়েছিল একটি চিতা হেলিকপ্টার । সেই দূর্ঘটনাতেও হেলিকপ্টারের ২ পাইলটেরই মৃত্যু হয়েছিল ।।