এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৬ মার্চ : রিকশা চুরির অভিযোগে ৪ ব্যক্তিকে মহিলাদের পোশাক পরিয়ে প্রকাশ্যে নাচতে বাধ্য করল তালিবান জঙ্গিরা । আফগানিস্তানের রাজধানী শহর কাবুলের দ্বাদশ জেলার আহমেদ শাহ বাবা মিনা এলাকায় প্রকাশ্য সড়কপথে ওই চার জনকে হিজাব,ছড়ি প্রভৃতি মহিলাদের পোশাক পরিয়ে নাচতে বাধ্য করা হয় । পাশাপাশি চলে তালিবান জঙ্গিদের ব্যাঙ্গ বিদ্রুপ । এমনকি রেঞ্জার গাড়িতে চাপিয়ে ওই অবস্থায় তাদের শহর ঘোরানো হয় ।
এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ভিডিওতে দেখা যায় যে কিছু লোক চিৎকার করে অভিযুক্তদের সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করছে । কেউ কেউ বলছে, ‘ওদের ওইটা(লিঙ্গ) কেটে দিন ।’ এদিকে তালিবানের এহেন ন্যাক্কারজনক কাজের সমালোচনা করেছেন অনেক মানবাধিকার কর্মী । তারা এই ঘটনাকে ধরনের কর্মকে মানবাধিকার এবং মানবিক মর্যাদার লঙ্ঘন এবং আগের তালিবানদের বিচারের ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন । যদিও তালেবান এই প্রকার শাস্তি দেওয়ার কারণ স্পষ্ট করেনি ।।