সময় ফুরিয়ে আসছে,
অনেক কিছুই তো পড়া হল না
ঘুমিয়ে নষ্ট করা রাতগুলো
আমার না ঘুমোন সময়ের পাশে কখনো
সমান্তরাল ভাবে হেঁটে চলে, কখনো ওদের
ধাক্কায় আমার না ঘুমোন সময়
দুমড়ে মুচড়ে যায়
কথার হাওয়া কেটে আমি শুধু
ফানুস ওড়াই
বর্ণপরিচয়ের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগের
মত আছে কি সময়ের বর্ণমালা?
সময়ের শৃঙ্খলা বড়ই দুর্বোধ্য ঠেকে
ওরা কিছু বলতে চায়
যত রাজ্যের ঘুমে আবার
চোখ বুজে আসে।
আমার সীমিত পরিসর আরো সীমিত হয়।।