এইদিন ওয়েবডেস্ক,লাহোর,১৬ মার্চ : প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশী নেতাদের দেওয়া রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে জড়িত ইমরান খানের গ্রেফতারিকে কেন্দ্র করে চুড়ান্ত নাটক চলছে পাকিস্তানে । পুলিশ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে লাহোরের জামান পার্কে তার বাসভবনে গ্রেফতার করতে গেলে তার সমর্থকরা টানা দ্বিতীয় দিনের মতো দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে । ফলে ইমরানের গ্রেফতারিকে কেন্দ্র করে পাকিস্তানে এখন গৃহযুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছে । এদিকে ইমরান খান আশঙ্কা প্রকাশ করেছেন যে গ্রেফতারির অছিলায় তাকে হত্যার ষড়যন্ত্র চলছে ।
গত সপ্তাহে ইসলামাবাদের একটি আদালত ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং পুলিশ তাকে দ্বিতীয়বার গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নেয়, কিন্তু তারা ইমরান খানের সমর্থকদের দ্বারা বাধা পেয়ে ফিরে আসে । লাহোরে ইমরান খানের বাসভবনের সামনে তার সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয় । ইমরান খানের সমর্থকরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় । বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। অন্যদিকে লাহোরে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় শহরের সব প্রধান সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে ।
ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে তাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন । অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল জোর দিয়ে বলেছেন যে ইমরান খানকে গ্রেফতার করা হবেই, তাতে যাই হোক না কেন । পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন,’আজ তিনি ইঁদুরের মতো নিজের ঘরে লুকিয়ে আছেন । তবে আমরা তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করব ।’
ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন বিশ্ব নেতাদের কাছ থেকে সরকারি উপহার বিক্রিসহ তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে । পাকিস্তানের নির্বাচন কমিশন এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছে এবং এখন ফৌজদারি তদন্ত চলছে । তবে ইমরান জোর দিয়ে বলেছেন যে তিনি কোনও আইন ভঙ্গ করেননি এবং বৈধভাবে উপহার বিক্রি করেছিলেন । এদিকে গুরুতর অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হওয়া পাকিস্থান একদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে আর্থিক সহায়তার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে । দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি লাগাম ছাড়া । এনিয়ে দেশবাসীর মধ্যে চরম ক্ষোভ রয়েছে । তার উপর ইমরান খানের গ্রেফতারি ইস্যুতে উত্তেজনা চলায় পাকিস্তানে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।।