এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,১৪ মার্চ : পুতিনের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং । সোমবার এনিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালে । প্রতিবেদনে দাবি করা হয়েছে, সূত্রের খবর অনুযায়ী এই কথোপকথনের উদ্দেশ্য হল ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতা করা । জেলেনস্কির সঙ্গে জিংপিংয়ের কথোপকথনকে ইউক্রেনের যুদ্ধের অবসানে চীনের সক্রিয় ভূমিকা পালনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে ওই সংবাদপত্রটি ।
চীনের প্রেসিডেন্ট আগামী সপ্তাহে মস্কো সফর করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি ফেরাতে ১৩-দফা প্রস্তাব রেখেছিল বেইজিং । সেই সময়ে ইউক্রেনের রাষ্ট্রপতি এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছিলেন । তবে তিনি চীনের রাষ্ট্রপতির সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করেন । আর তারপরেই জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন শি জিনপিং ।
উল্লেখ্য, মস্কোর প্রতি চীনের পূর্ব সমর্থনের কারণে শান্তি প্রতিষ্ঠায় বেইজিংয়ের প্রচেষ্টা নিয়ে পশ্চিমি দেশগুলো সন্দেহ প্রকাশ করেছে ।তবে বিশেষজ্ঞদের মতে,রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে চীনের মধ্যস্থতা কার্যকরী হতে পারে ।।