এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১৪ মার্চ : জম্মু-কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে বড়সড় অভিযান চালাচ্ছে কেন্দ্র সরকার । জবদখল উচ্ছেদ অভিযান থেকে শুরু করে সন্ত্রাসবাদীসের সম্পত্তি পর্যন্ত বাজেয়াপ্ত করা হচ্ছে । এবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার এক সন্ত্রাসবাদীর বাড়ি বাজেয়াপ্ত করল প্রশাসন । অনন্তনাগ জেলার ধনভেতেহপোরা কোকেরনাগের বাসিন্দা মোহাম্মদ সাইফুল্লাহ মালিকের ছেলে মোহাম্মদ ইসহাক মালিকের বাড়িতে সোমবার নোটিশ সাঁটিয়ে দিয়ে এসেছে রাজ্য তদন্ত ইউনিট (SIU) । জিএনএস-এর জারি করা এক বিবৃতিতে এসআইইউ-এর মুখপাত্র বলেছেন, ‘তদন্তকারী সংস্থাগুলি মোহাম্মদ ইসহাক মালিকের জঙ্গী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরেই ইউএপিএ-এর ২৫ ধারার অধীনে তার বাড়ি সংযুক্ত করা হয়েছে ।’
বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোকেরনাগ থানায় আইপিসির ৩০৭,৭/২৭,১৮,২০, ২৩, ৩৮ ইউএপি আইনের অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে । এফআইআর নম্বর ১০৩/২০২২ । বর্তমানে আসামি জেলা কারাগার অনন্তনাগে বন্দী রয়েছে ।
সোমবার স্থানীয় সরপঞ্চ এবং চৌকিদারদের উপস্থিতিতে ওই সন্ত্রাসবাদীর বাড়ির উপর নোটিশটি সাঁটিয়ে দিয়ে আসে এসআইইউ নিরাপত্তা কর্মীরা । বিবৃতিতে আরও বলা হয়েছে, বাড়ির মালিক কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যে কোনও উপায়ে উল্লিখিত সম্পত্তি হস্তান্তর, লিজ দেওয়া,সম্পত্তির প্রকৃতি পরিবর্তন বা উল্লিখিত সম্পত্তিটি লেনদেন করতে পারবে না ।।