এইদিন ওয়েবডেস্ক,লস অ্যাঞ্জেলেস,১৩ মার্চ : এক সঙ্গে জোড়া অস্কার পেল ভারত । ,”নাটু নাটু” গানের পর অস্কার পেল তামিল স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ । তথ্যচিত্রটি পরিচালনা করেছেন কার্তিকি গনসালভেস এবং প্রযোজনা করেছেন গুনীত মঙ্গা । পরিচালক কার্তিকি গনসালভেস বলেন,’এই পুরষ্কার আমার মাতৃভূমি ভারতের জন্য ।’
‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ একটি আদিবাসী দম্পতি বোম্যান এবং বেলির গল্প, যারা রঘু নামে একটি অনাথ হাতির বাচ্চার দেখভাল করে । মুদুমালাই ন্যাশনাল পার্কেকে কেন্দ্র করে তৈরি এই তথ্যচিত্রে একটি নিষ্পাপ পশু ও মানুষের প্রেমের চিত্রই নয়,প্রাকৃতিক সৌন্দর্যকেও ফুটিয়ে তোলা হয়েছে । ২০২২ সালের ডিসেম্বর মাসে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।
আউট, দ্য মার্থা মিচেল ইফেক্ট, স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট এবং হাউ ড ইউ মেজার অ্যা ইয়ার এই চার স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রের পাশাপাশি মনোনিত হয় ভারতের ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ও । শেষ পর্যন্ত সেরার শিরোপা পায় ভারতের তথ্যচিত্রটি । অস্কার পাওয়ার পর গুনীত মঙ্গা ইনস্টাগ্রামে লিখেছেন,’এই জয় সব নারীর জন্য ।’।