এইদিন ওয়েবডেস্ক,ফ্লোরিডা,১৩ মার্চ : ৫ মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীর মাটিতে পা রাখলেন বেসরকারি সংস্থা ‘স্পেসএক্স’-এর চার নভোচারী । আমেরিকান স্পেস এজেন্সি (নাসা) এক ঘোষণায় জানিয়েছে,স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে ‘স্পেসএক্স’ মহাকাশযানটি ফ্লোরিডা উপসাগরের উপকূলে অবতরণ করে । ঘোষণায় বলা হয়েছে, নাসার মহাকাশচারী নিকোল মান ও জোশ কাসাদা এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির মহাকাশচারী কোইচি ওয়াকাটা ও রাশিয়ান মহাকাশচারী আনা কিকিনা ৯ ঘণ্টার ফ্লাইটের পর পৃথিবীতে ফিরে এসেছেন। এই দলটি বৈজ্ঞানিক গবেষণা করতে গত ৬ অক্টোবর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিল ।।