প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৭ মার্চ : রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে রাতের অন্ধকারে তৃণমূলের লোকজন পুড়িয়ে দিয়েছে বিজেপি নেতার হোটেল । এমন অভিযোগ তুলে বুধবার বর্ধমান কাটোয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা । দিনের ব্যস্ততম সময়ে অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় বর্ধমান-কাটোয়া রোডে। তা নিয়ে ক্ষোভ বিক্ষোভ ছড়ালে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় ।
পথ অবরোধ বিক্ষোভে অংশ নেওয়া বিজেপি নেতা খোকন সেন জানিয়েছেন ,তাঁদের দলের নেতা নিত্যানন্দ দাসের হোটেলে রয়েছে বর্ধমানের বাজেপ্রতাপপুরে । মঙ্গলবার রাতে আগুনে পুড়ে ভস্মিভূত হয় সেই হোটেলটি । বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূলের স্থানীয় নেতা নুরুল আলম এই ঘটনার সাথে জড়িত বলেই তাঁরা মনে করছেন । কারণ হিসাবে তিনি বলেন,নুরুলই বেশ কয়েকবার হোটেল মালিক বিজেপি নেতা নিত্যানন্দকে দল ছাড়ার জন্য হুমকি দিয়েছিল । তার পরেও নিত্যানন্দ দল করা ছাড়ে নি । তারই বদলা নিতে নুরুল পরিকল্পনা করে দোকানে আগুন লাগিয়ে দিয়েছে ।
খোকন সেন তাঁর অভিযোগে আরও বলেন,‘ ভোট ঘোষণার পর থেকে বিজেপি নেতা ও কর্মীদের হুমকি দেওয়া শুরু হচ্ছে। বুধবার রাতে নুরুলের নেতৃত্বে নিত্যানন্দর হোটেলে আগুন লাগানোর ঘটনার বিহিত না হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে বলে খোকন সেন হুঁশিয়ারি দিয়েছেন ।
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা নুরুল আলম বলেন ; দলের কাজ সেরে রাতে বাড়ি ফিরে তিনি হোটেলে আগুন লাগার ঘটনার কথা জানতে পারেন । নুরুলবাবু দাবি করেন ঘটনার সাথে তারা যুক্ত নন। বিজেপির লোকজন নিজেরাই দোকানে আগুন লাগিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ দিচ্ছে । এই রকম ঘৃণ্য রাজনীতি বিজেপি করে থাকে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল ।।