দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১২ মার্চ : পূর্ব বর্ধমান জেলার ভাতারের একই জায়গাতে জোড়া দূর্ঘটনা ঘটেছে । দূর্ঘটনা দুটি ঘটেছে ভাতার থানার ভুমশোর গ্রামের কাছে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে । প্রথম দূর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল নাগাদ । তার কয়েক ঘন্টা ব্যবধানে দুপুর প্রায় বারোটা নাগাদ একই জায়গায় দ্বিতীয় দূর্ঘটনাটি ঘটে । ভাতার থানার পুলিশ দুটি বাস ও একটি লরি আটক করেছে ।
জানা গেছে,এদিন সকালের দিকে কাটোয়া থেকে বর্ধমানে যাচ্ছিল দুটি যাত্রীবাহী বাস । ভাতারের বলগোনা বাসস্ট্যান্ড ছেড়ে আসতেই বাস দুটির মধ্যে রেষারেষি শুরু হয় । ভূমশোরের বাসস্ট্যান্ডের কাছাকাছি আসতেই একটি বাস প্রচন্ড গতিতে আর একটি বাসকে ওভারটেক করতে যায় । কিন্তু সামনের বাসটি রাস্তা না ছাড়ায় পিছনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তার পিছুতে সজোরে ধাক্কা মারে । দূর্ঘটনার পর প্রবল ঝাঁকুনিতে দুই বাসের কিছু যাত্রী অল্পবিস্তর আহত হয় ।
জানা গেছে, দূর্ঘটনাস্থলের কাছাকাছি সড়কপথের পাশেই রয়েছে একটি গ্যারেজ । গ্যারেজটির মাটির দেওয়াল । এদিন দুপুর প্রায় ১২ টা নাগাদ বলগোনা মুখি একটি লরি ওই গ্যারেজের সামনে এসে দাঁড়াতেই পিছন থেকে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয় । ফলে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গ্যারেজের মাটির দেওয়ালে । লরির ধাক্কায় দেওয়াল না ভাঙলেও গ্যারেজটি ক্ষতিগ্রস্ত হয় । দূর্ঘটনার সময় গ্যারেজের মালিক ঘরের ভিতরেই ছিলেন । বরাত জোরে প্রাণ বাঁচে তাঁর ।।