এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,১১ মার্চ : মধ্যপ্রদেশের দামোহ(Damoh) জেলার রানেহ(Raneh) থানার অন্তর্গত একটি গ্রামের এক নাবালিকা কিশোরীকে গণধর্ষণ করেছিল চার ব্যক্তি মিলে । আগেই ৩ ধর্ষককে গ্রেফতার করেছিল পুলিশ । শুক্রবার (১০ মার্চ ২০২৩) কৌশল কিশোর চৌবে নামে চতুর্থ অভিযুক্তকে গ্রেফতার করা হয় । ওইদিনই ধর্ষক কৌশল কিশোরের একটি অবৈধ নির্মানকে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল । আর বুলডোজার চালালেন খোদ রানেহ থানার ইনচার্জ প্রশিতা কুর্মি(P Kurmi) নামে এক মহিলা আইপিএস । পুলিশ জানিয়েছে, সরকারি জমিতে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল ওই ঘরটি ।
প্রশিতা কুর্মি বলেন,’অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের মধ্যে ভীতি সৃষ্টি করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে । জেলা কালেক্টরের কাছ থেকে অনুমতি পাওয়ার পরই ওই অবৈধ নির্মানটি আমরা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছি ।’।