দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১১ মার্চ : মোবাইলের টাওয়ার বসানোর টোপ দিয়ে দুই লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে কলকাতার এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । কলকাতার তপসিয়া এলাকার বাসিন্দা ধৃত যুবকের নাম শম্ভু শর্মা(২৮) । ভাতার থানার বালসিডাঙ্গা গ্রামের বাসিন্দা সঞ্চিত মণ্ডল নামে এক যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে । শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয় ।
পুলিশ সূত্রে খবর,অভিযোগকারী সঞ্চিত মণ্ডল গত জানুয়ারি মাসের ৮ তারিখে ভাতার থানায় দায়ের করা একটি লিখিত অভিযোগে জানিয়ে ছিলেন, গতবছর ২৪ শে ডিসেম্বর একটি অচেনা নম্বর থেকে তার মোবাইলে ফোন করে মোবাইলের টাওয়ার বসানোর প্রস্তাব দেওয়া হয়েছিল । ভাড়া বাদদ প্রতি মাসে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে বলে তাকে লোভ দেখানো হয় । এরপর সিকিউরিটি মানি ও ইনসিওরেন্সের জন্য টাকা লাগবে বলে তাকে জানায় প্রতারক । উপার্জনের আশায় তিনি সেই কথায় বিশ্বাস করে ওই ব্যক্তির দেওয়া অ্যাকাউন্ট নম্বরে তিন দফায় ২ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা জমা করেছিলেন ।
জানা গেছে,গতবছর ২৯ ডিসেম্বর শেষবারের মত টাকা দেওয়ার পর সঞ্চিতবাবু বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন । এরপর তিনি পুলিশের দ্বারস্থ হন । এদিকে অভিযোগ পাওয়ার পর মোবাইল ফোনের সূত্র ধরে ঘটনার তদন্তে নামে পুলিশ । শেষে ধৃত শম্ভু শর্মার অবস্থান জানতে পারলে ভাতার থানার আধিকারিক রাকেশ রওসনের নেতৃত্বে পুলিশ বাহিনী শুক্রবার রাতে তার ঠিকানায় হানা দেয় । পুলিশ শম্ভুকে গ্রেফতার করে রাতেই ভাতার থানায় নিয়ে আসে ।।