এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ মার্চ : ভারত সরকারের নির্দেশে খালিস্তানপন্থী ৬ থেকে ৮ টি চ্যানেল ব্লক করল ইউটিউব । কট্টরপন্থী প্রচারক এবং খালিস্তান সমর্থক অমৃতপাল সিং-এর সমর্থকরা তাদের একজন সহযোগীকে তলোয়ার ও বন্দুক নিয়ে পাঞ্জাবের আজনালায় একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে মুক্ত করে নিয়ে যাওয়ার পর সরকারের এই পদক্ষেপ সামনে আসে । কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব অপূর্ব চন্দ্র বলেন, বিদেশ থেকে পরিচালিত ছয় থেকে আটটি ইউটিউব চ্যানেল গত ১০ দিনে ব্লক করা হয়েছে । পাঞ্জাবি ভাষায় বিষয়বস্তু সম্বলিত চ্যানেলগুলো সীমান্ত রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছিল । ইউটিউব ৪৮ ঘণ্টার মধ্যে চ্যানেল ব্লক করার জন্য সরকারের অনুরোধে ব্যবস্থা নিয়েছে বলে তিনি জানান ।
প্রসঙ্গত,ওই সমস্ত বিচ্ছিন্নতাবাদী ভিডিওগুলিতে আঞ্চলিক ভাষায় সামগ্রী আপলোড করা হচ্ছিল এবং সিস্টেমগুলি ইংরেজি ভাষায় সামগ্রী স্ক্রিন করার জন্য সমস্যার মুখে পড়তে হয় ইউটিউবকে । সেই কারনে যাতে আপত্তিকর সামগ্রী স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত এবং ব্লক করা যায় সেজন্য ভারত সরকারের তরফ থেকে ইউটিউবকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অ্যালগরিদম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ।।