এইদিন ওয়েবডেস্ক,সাংহাই,১১ মার্চ : জটিল স্নায়ুবিক সমস্যার সম্মুখীন হওয়ার পরে একটি এক বছরের শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল । তখন ওই শিশুর মাথার এক্সরে সহ অনান্য পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা জানতে পারেন শিশুর মস্তিষ্কে ‘অজাত যমজ’(unborn twin) রয়েছে । ঘটনাটি চীনের সাংহাই শহরের ।অত্যন্ত বিরল ঘটনাটি হল একটি ইন্ট্রাভেন্ট্রিকুলার ভ্রূণের ভিতরে ভ্রুণ(fetus-in-fetu),যখন একটি বিকৃত ভ্রূণ তার যমজের দেহের মধ্যে আবদ্ধ থাকে তখন এই ধরণের ঘটনাটি ঘটে ।
নিউরোলজি জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন জানা গেছে,সাংহাই শহরের বাসিন্দা এক দম্পতির এক বছরের ওই শিশুটি জটিল স্নায়ুবিক সমস্যায় ভুগছিল । তার মাথাটিও অস্বাভাবিক রকমের বড় । বয়সের তুলনায় শারিরীক বৃদ্ধি হচ্ছিল না । সম্প্রতি শিশুটির নড়াচড়া করার ক্ষমতা হারানোর পাশাপাশি আরও কিছু শারীরিক সমস্যা দেখা দিচ্ছিল । তখন তাকে চিকিৎসকের কাছে আনা হয়।
এরপর শিশুটির মস্তিষ্কের পরীক্ষা-নিরীক্ষা করতেই চমকে ওঠেন চিকিৎসকরা । শিশুর মাথার এক্সরে ছবিতে দেখা যায় তার খুলির ভিতরে একটি জীবিত যমজ ভ্রূণের অস্তিত্ব রয়েছে । চিকিৎসকরা বলেছেন, ভ্রূণটি আসলে শিশুটিরই যমজ । যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ‘ফেটাস-ইন-ফেটু’ বলা হয় । অত্যন্ত বিরল এই ঘটনাটি ১০ লক্ষ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে দেখা যায় । শেষ পর্যন্ত চিকিৎসকরা অস্ত্রপচার করে শিশুর মাথা থেকে সফলভাবে যমজ ভ্রূণ বের করতে সক্ষম হয়েছেন ।।