এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১০ মার্চ : হোলির দিন রাজধানী দিল্লিতে কিছু যুবকের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন ভারতে ঘুরতে আসা এক জাপানি তরুণী । ভিড়ের মধ্যে সেই ভিডিও কেউ রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে বিষয়টি প্রকাশ্যে আসে । ভিডিওতে দেখা গেছে,রাস্তা দিয়ে হেঁটে আসা ওই জাপানি তরুণীকে ঘিরে ধরেছে একদল যুবক । যুবকরা তাকে উত্ত্যক্ত করেছে । তাদের মধ্যে একজন ওই তরুণীকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে তার মুখে রঙ লাগাচ্ছে । তরুণী তাদের খপ্পর থেকে পালানোর আপ্রাণ চেষ্টা করছে । তারই মাঝে অন্য একজন একটি ডিম এনে জাপানি তরুণীর মাথায় ফাটিয়ে দেয় । এরপর কোনোভাবে তাদের হাত থেকে পালিয়ে যাওয়ার সময় আর এক যুবক তরুণীর মুখের কাছে মুখ নিয়ে এসে কিছু একটা বলে । তখন ওই তরুণী ওই যুবকের গালে সপাটে একটা চড় কষিয়ে দিয়ে চলে যায় ।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় । অশেষ শর্মা নামে এক ইউজার্স লিখেছেন,’খুব দুঃখ জনক । এ ধরনের লোকেরা শুধু দেশের নামই নষ্ট করে। আমাদের অতিথির সাথে এমন আচরণ, আমরা আমাদের সংস্কৃতি ভুলে গেছি, খুবই লজ্জাজনক ।’ সুইটি নামে এক ব্যবহারকারী লিখেছেন,’সত্যি আমি হোলি ভালোবাসি কিন্তু এই ধরনের নিম্ন রুচি শুধু সবার মজাই নষ্ট করেনা, বিদেশে ভাবমূর্তিও নষ্ট করে দেয় ।’ বিজয়ামূর্তি লিখেছেন,’ভিডিওতে থাকা এই ব্যক্তিদের কি গ্রেফতার করা যাবে ? ভারতের একটি ভয়াবহ ছবি, যেখানে হামলাকারীরা রাস্তায় রাজত্ব করে । আপনি যদি এখন প্রতিবাদ না করেন তাহলে অন্য দেশে আপনার মেয়ে এমন লাঞ্ছিত/নির্যাতনের শিকার হলে আপনি তা মেনে নেবেন । এই সবই রঙের উৎসবের নামে লজ্জা ।’।