এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ মার্চ : নেই রঙ-তুলি । উপকরণ বলতে ইঁটের টুকরো, কাঠকয়লা আর সাদা চক । আর এই তিন উপকরণের ভরসায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের রাস্তায় আপন মনে দৃষ্টিনন্দন ছবি এঁকে যাচ্ছেন এক প্রৌঢ় ভবঘুরে শিল্পী । পড়নে মলিন লুঙ্গি- গেঞ্জি,খালি পা,গামছা মাথায় ওই প্রৌঢ়ের আঁকা নিখুঁত ছবি দেখে দাঁড়িয়ে পড়ছেন পথচলতি বহু মানুষ । কৌতুহলী মানুষ তাঁর পরিচয় জানতে চাইবেন জেনেই ছবির সাথে লিখে রাখছেন,’বাড়ি ছিল মেদিনীপুরে ।’ পাশাপাশি লেখা,’ভবঘুরে মন টেকে কি কোথাও ?’ তবে নিজের নাম লেখেননি ওই প্রৌঢ় । পথচারীদের এনিয়ে বারবার প্রশ্ন করলেও নীরব থেকেছেন তিনি ।
বৃহস্পতিবার কাটোয়া স্টেশনরোড এলাকায় ওই ভবঘুরে শিল্পিকে দেখতে পাওয়া যায় । তার হাতে ছিল প্লাসটিকের একটি প্যাকেট । ওই প্যাকেটে ভর্তি ছিল ইঁট ও কাঠকয়লার টুকরো আর সাদা চক । রাস্তার এক পাশে বসে ওই সমস্ত উপকরণ দিয়ে একের পর এক ফুল ও পাখির ছবি আঁকতে দেখা যায় ওই প্রৌঢ় শিল্পীকে । খিদে পেলে রাস্তার পাশে পড়ে থাকা উচ্ছিষ্ট খাবার মুখে ভরে চিবোতে চিবোতে এঁকেই যেতে থাকেন তিনি । অবশ্য ছবির পাশে তিনি লিখে রাখেন, ‘পথ চলতে খাবার দাবারে খুব সমস্যা। যদি কারও মন চায় কিছু সাহায্য করতে পারেন ।’
দেখুন ভিডিও 👇
এদিকে ওই প্রৌঢ় ভবঘুরে শিল্পীর প্রতিভার কথা চাওড় হতেই অনেক লোকজন সেখানে ছুটে আসেন ছবি দেখার জন্য । সকলেই একবাক্যে তাঁর আঁকা ছবির প্রশংসা করেন । অনেকে ছবিও তোলেন । অবশ্য তাদের সতর্ক করে ওই অজ্ঞাত শিল্পি লিখে রাখেন,’তামাশা করে এগুলো নেটে ছেড়ে দিলে অভিশাপ দেবো ।’।