এইদিন ওয়েবডেস্ক,চার্লা(তেলেঙ্গানা),১০ মার্চ : দুই তরুনীর সাথে প্রেমের সম্পর্ক ছিল এক যুবকের । উভয় প্রেমিকার একটি করে সন্তানের জন্ম হয় । শেষ পর্যন্ত বড়দের উপস্থিতিতে একই সঙ্গে দুই তরুণীকে বিয়ে করলেন ওই যুবক । ঘটনাটি তেলেঙ্গানার ভদ্রদ্রি জেলার চরলা মণ্ডলের ইরাবোরু গ্রামের । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিয়ের ঘটনা ।
চরলা মণ্ডলের ইরাবোরু গ্রামের সাথী বাবুর সঙ্গে একই মণ্ডলের দোসিল্লাপল্লির বাসিন্দা স্বপ্নকুমারী এবং কুর্ণপল্লির বাসিন্দা সুনীতার প্রেমের সম্পর্ক ছিল। তিনি উভয়ের সাথে সহবাস করতেন । স্বপ্নকুমারীর একটি কন্যাসন্তান এবং সুনীতার একটি পুত্রসন্তানের জন্ম হয় । কিন্তু সাথী বাবু কাকে বিয়ে করবে তা দুই তরুনীর মধ্যে ঝামেলা বেধে যায় । সমস্যা নিরসনে গ্রামের প্রবীণদের উপস্থিতিতে পঞ্চায়েত অনুষ্ঠিত হয় । পঞ্চায়েতে সাথী বাবু জানান যে তিনি দুজনকেই ভালোবাসেন, তাই তিনি দুজনকেই বিয়ে করবেন ।
জানা যায়,এরপর সাথী বাবু, সুনীতা ও স্বপ্নকুমারীর মধ্যে একপ্রস্থ আলোচনা হয় । দুই প্রেমিকাই সাথীবাবুর সিদ্ধান্ত মেনে নেয় । বৃহস্পতিবার সকালে বিয়ে হওয়ার কথা ছিল । আত্মীয় স্বজনদের আমন্ত্রণও জানানো হয়েছিল । কিন্তু তার আগে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । এতে বর ও কনের পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে বুধবার রাতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে ফেলে । গ্রামের প্রবীণ এবং আত্মীয়দের উপস্থিতিতে, সাথীবাবু স্বপ্নকুমারী এবং সুনীতার গলায় মঙ্গলসূত্র পড়িয়ে দেয় ।।

