এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,০৯ মার্চ : ফের বিক্ষোভে উত্তাল অর্থনৈতিক সংকটে জেরবার শ্রীলঙ্কা । এবার সরকার নির্বাচন ও সন্ত্রাসবিরোধী আইন বাতিলের দাবিতে টানা দু’দিন ধরে বিক্ষোভ শুরু করেছে শ্রীলঙ্কার কলেজ পড়ুয়ারা । মঙ্গলবার থেকে পড়ুয়ারা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রাস্তায় জড়ো তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । তাদের হাতে ছিল বিভিন্ন সরকারবিরোধী প্লাকার্ড । গ্রেফতার হওয়া পড়ুয়াদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করে । চলে বুধবার পর্যন্ত । আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এলোপাথাড়ি লাঠিচার্জ করে পুলিশ । পুলিশের এই ভূমিকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে পড়ুয়াদের মধ্যে ।
এর আগে মঙ্গলবার বিনা অনুমতিতে কলোম্ব বিশ্ববিদ্যালের লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । যদিও ওই ঘটনার জন্য পুলিশের পক্ষ থেকে অন্যায় স্বীকার করে নেওয়া হয় । কিন্তু বুধবারে পড়ুয়াদের উপর লাঠিচার্জের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এযাবৎ কোনো বিবৃতি আসেনি ।
প্রসঙ্গত,১৯৪৮ সালে স্বাধীনতার পর নজিরবিহীন আর্থিক সঙ্কটের মুখে পড়েছে শ্রীলঙ্কা । আর এই শঙ্কটের জন্য দায়ি করা হচ্ছে তৎকালীন সরকারের লাগামহীন দূর্নীতি ও ভ্রান্ত নীতিকে । মূল্যস্ফীতি বেড়েছে ৫০ শতাংশেরও বেশি । পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয়েছে ওই দ্বীপরাষ্ট্রটি । কিন্তু আইএমএফ-এর ঋণ পেতে শর্ত অনুযায়ী ৩৬ শতাংশ পর্যন্ত আয়কর বাড়িয়েছে শ্রীলঙ্কা সরকার । যে কারনে খাদ্য সামগ্রীর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে । যার ফলে ক্ষোভের আগুন জ্বলছে দেশ জুড়ে । সমাজের সকল স্তরের মানুষ রাস্তায় নেমে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছে সাধারণ মানুষ ।।