এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ (পাকিস্তান), ০৮ মার্চ : বসতবাড়ির একাংশ লিখে দিতে অস্বীকার করায় পাকিস্তানের স্বনামধন্য হিন্দু চিকিৎসককে নৃশংসভাবে জবাই করে খুন করল মুসলিম গাড়ি চালক । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পাকিস্তান অধিকৃত হায়দ্রাবাদের সিটিজেন কলোনিতে ৷ নিহত চিকিৎসকের নাম ডঃ ধরম দেব রথী (Dr. Dharam Dev Rathi) । তিনি পাকিস্থানের প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন । চিকিৎসককে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন তাঁর বাবুর্চি দিলীপ ঠাকুর । এদিকে ঘটনার পর থেকেই চম্পট দেয় চিকিৎসকের খুনি মোহাম্মদ হানিফ লেঘারি (Mohammad Hanif Leghari) । যদিও পরে খুনিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন হায়দ্রাবাদের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) আমজাদ শেখ ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,বছর ষাটেকের চিকিৎসক ডঃ ধরম দেব রথীর পরিবার পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে । হায়দ্রাবাদের সিটিজেন কলোনিতে তাঁর পৈতৃক বাড়ি রয়েছে । পাকিস্তানের স্বাস্থ্য বিভাগ থেকে অবসর নেওয়ার পর প্রাইভেট প্রাক্টিস করতেন ডঃ রথী । হায়দ্রাবাদের সদর বোহরি বাজারের একটি ক্লিনিকে চিকিৎসা করতেন তিনি । খয়েরপুর মিরসের বাসিন্দা মোহাম্মদ হানিফ লেঘারি তাঁর গাড়ির চালক ছিল । যেহেতু নিজের বাড়িতে ডঃ রথী একাই থাকতেন সেই কারনে বাড়ির একাংশ রেজিস্ট্রি করে দেওয়ার জন্য বেশ কিছুদিন ধরে তাঁকে চাপ দিচ্ছিল চালক মোহাম্মদ হানিফ ।
জানা গেছে,মঙ্গলবার রাতে ক্লিনিকে ডিউটি শেষে বাড়ি যাওয়ার সময় ডঃ রথীর সাথে তাঁর গাড়ির চালকের মধ্যে এনিয়ে কথা কাটাকাটি হয় । এরপর বাড়িতে পৌঁছে হানিফ রান্নাঘর থেকে ছুরি নিয়ে ডঃ রথীর গলার নলি কেটে হত্যা করে । বাবুর্চি দিলীপ ঠাকুর বাঁচাতে এলে তাঁকেও ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় হানিফ । পাকিস্তানের প্রাদেশিক সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী গিয়ানচাঁদ এসরানি ঘটনার নিন্দা করেছেন এবং খুনির মৃত্যুদণ্ডের দাবি করেছেন । একই দাবি করেছেন নিহত চিকিৎসকের পরিবার ও হিন্দু প্রতিবেশীরা ।।