এইদিন ওয়েবডেস্ক,ওয়েস্ট ব্যাঙ্ক,০৮ মার্চ : ওয়েস্ট ব্যাঙ্কের জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছে ৬ জন । আহত ১০ । ইসরায়েল বলেছে যে নিহতদের মধ্যে একজন অভিযুক্ত সন্দেহভাজন রয়েছে যে গত সপ্তাহে উত্তর ওয়েস্ট ব্যাঙ্কের শহর হুওয়ারাতে দুই ইসরায়েলিকে হত্যা করেছিল । মিডিয়া রিপোর্ট অনুযায়ী,ইসরায়েলি সৈন্যরা জেনিনে শরণার্থী শিবিরে প্রবেশ করে এবং একটি বাড়ি ঘেরাও করে । তখন কালো পোশাক পরা ফিলিস্তিনিদের একটি দল ইসরায়েলি সৈন্যদের উপর হামলা করে । এরপর ইসরায়েলি সেনার পালটা প্রতিরোধে হতাহতের ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ইসরায়েলি বাহিনী ক্যাম্পের ওই বাড়িটি ঘেরাও করে পরপর দুটি রকেট ছুড়েছে ।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের জেনিন শহরে হামলা চালিয়ে কমপক্ষে ৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও ১০ জন আহত হয়েছে ।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার নিহতদের একজনকে ২৬ বছর বয়সী মোহাম্মদ গাজাভি হিসেবে চিহ্নিত করেছে। মন্ত্রণালয় পরবর্তীতে বিস্তারিত কিছু না জানিয়ে আরো পাঁচজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ঘোষণা করেছে । তাদের দাবি, ওই হামলার সময় অন্তত ২৬ ফিলিস্তিনিও আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের দুই সেনা সামান্য আহত হয়েছে।।