এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৮ মার্চ : দুর্বৃত্তায়ন রোধে সবচেয়ে বেশি কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে । অপরাধীদের ঠিকানা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া থেকে শুরু করে দুর্বৃত্তদের এনকাউন্টারে খতম করার প্রশাসনিক অভিযান লাগাতার চলছে । ২০১৭ সালের ৬ মার্চ যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর বিগত ৬ বছরে উত্তরপ্রদেশে এনকাউন্টারে নিহত অপরাধীর সংখ্যা পৌঁছেছে ১৭৮-এ । তার মধ্যে ২০১৮ সালে সবচেয়ে বেশি সংখ্যক অপরাধী নিহত হয়েছে । গত বছর এনকাউন্টারে মারা যাওয়া অপরাধীর সংখ্যা সবচেয়ে কম ছিল। পাশাপাশি যোগীর রাজত্বকালের ৬ বছরে পুলিশ-অপরাধীর মধ্যে সংঘর্ষ হয়েছে ১০,৭১৩ বার ।২৩,০০০ এরও বেশি অপরাধীকে কারাগারে পাঠিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ । তবে অপরাধীদের সাথে সংঘর্ষে ১২ জন পুলিশ সদস্যও প্রাণ হারিয়েছেন ।
যোগী আদিত্যনাথ ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে আসার পর ওই বছর ২৮ জন অপরাধী এনকাউন্টারে নিহত হয় । এরপর ২০১৮ সালে সর্বাধিক ৮১ জন,২০১৯ সালে ৩৪ জন,২০২০ ও ২০২১ সালে ২৬ জন করে,২০২২ সালে ১৪ জন এবং চলতি বছরে এযাবৎ ৯ জন অপরাধী নিহত হয়েছে । সম্প্রতি প্রয়াগরাজে উমেশ পালকে হত্যার পরই জেলবন্দি মাফিয়া আতিক আহমেদের দুই দোসর উসমান ও আরবাজ এনকাউন্টারে নিহত হয় ।।