এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৭ মার্চ : বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বহুতলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে । মঙ্গলবার বিকেল ৪ টা ৫০ মিনিট নাগাদ এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে ঢাকার গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে । বিস্ফোরণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে । আহত শতাধিক । ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা সংবাদমাধ্যমকে বলেছেন, নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে একটা সাত তলা ভবনে বিস্ফোরণ ঘটেছে । পাশেই রয়েছে সাকি প্লাজা নামে একটা ৫ তলা ভবন । সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। পাঁচতলা ভবনের বেসমেন্টও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাঙ্কের কার্যালয় । বিস্ফোরণের জেরে ব্যাঙ্কের ঘরগুলিও আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ।
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী ও স্থানীয়রাও উদ্ধার অভিযান চালাচ্ছে । পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ করছে । তবে বিস্ফোরণের কারণ স্পষ্ট নয় ।।