এইদিন ওয়েবডেস্ক,তানিনথারি(মিয়ানমার),০৭ মার্চ : ২০২১ সালের ফেব্রুয়ারীতে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকে চলতি বছরের ফেব্রুয়ারীর শেষ পর্যন্ত মিয়ানমারের তানিনথারি অঞ্চলে প্রায় ৪০০ সাধারণ মানুষের প্রাণ চলে গেছে । গবেষণা সংস্থা সাউদার্ন মনিটর কর্তৃক প্রকাশিত রবিবারের (৫ মার্চ ২০২৩) রিপোর্ট অনুযায়ী,সামরিক অভ্যুত্থানের পর ২ বছর এক মাসের মধ্যে ৩৯৪ জন সাধারণ মানুষ নিহত এবং ১৪৬ জন আহত হয়েছে । এছাড়া ২৮,০০০ মানুষ পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নিয়েছে । বার্মিজ মহিলা ইউনিয়ন (বিডব্লিউইউ) জানিয়েছে, গত ফেব্রুয়ারী মাসে ১৫ জন মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে ৷ বিডব্লিউইউ কর্তৃক সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, মারা যাওয়া মহিলাদের মধ্যে ৭ জন সাগাইংয়ের এবং ৩ জন বাগোরের বাসিন্দা । বাকিরা কাচিন, কারেন, চিন, তানিনথারি এবং ম্যাগওয়ের এলাকার বাসিন্দা । সামরিক পরিষদের সেনাবাহিনী গ্রামে ভারী গোলাগুলি চালানোর সময় সাগাইং বিভাগের ৩ জন মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারে ।
সাউদার্ন মনিটরের রিপোর্টে বলা হয়েছে,চলতি বছরের ফেব্রুয়ারীতে তানিনথারি অঞ্চলে ৩৪ জন সাধারণ মানুষ নিহত এবং ১০ জন আহত হয়েছে । যার মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ইয়েবিউ, দাওয়েই, পালাও এবং থায়াতচাং শহরে ।সামরিক পরিষদের আর্টিলারি শেলিং,গ্রেপ্তার ও হত্যা,নিরাপত্তা-সম্পর্কিত গুলি এবং বিপ্লবী বাহিনীর তথ্যদাতাদের হত্যার ফলে ওই সমস্ত নাগরিক নিহত হয়েছে বলে জানানো হয়েছে । সাউদার্ন মনিটরের মতে, মিলিটারি কাউন্সিল পালাও টাউনশিপের ২০০ টিরও বেশি স্থানীয় বাড়িতে আগুন দিয়েছে । শুধুমাত্র ফেব্রুয়ারী মাসে তানিনথারি অঞ্চলে এই ধরনের ৩৭ টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । এছাড়া বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে ২৮,০০০ এরও বেশি স্থানীয়রা প্রতিবেশী বন ও জঙ্গলে পালিয়ে গেছে। তারা অমানবিক দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছে । এই মুহুর্তে তাদের মানবিক সহায়তার প্রয়োজন বলে জানানো হয়েছে ।।