এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৬ মার্চ : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সোমবার আত্মঘাতী হামলায় অন্তত ৯ জন নিরাপত্তা কর্মী নিহত ও ১৫ জন আহত হয়েছে । মিডিয়া রিপোর্টে জানা গেছে, বেলুচিস্তানের কোয়েটা-সিবি হাইওয়ের কামব্রি ব্রিজের কাছে বেলুচিস্তান কনস্ট্যাবুলারি (বিসি) কর্মীদের ট্রাকের সঙ্গে একটি বাইকের সংঘর্ষের পর বিস্ফোরণটি ঘটে । বেলুচিস্তান কনস্ট্যাবুলারি কর্মীরা সিবি মেলার দায়িত্ব থেকে ফিরে আসার পথে তাদের নিশানা করা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ট্রাকটি উল্টে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী । তারা মৃত ও আহত কর্মীদের সিবি জেলায় নিয়ে যায় । আহতদের সেখানে চিকিৎসা চলছে । কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । তবে এখনো পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি ।
কাছির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মেহমুদ নোটজাই বলেছেন যে প্রাথমিক ভাবে এটি একটি আত্মঘাতী হামলা বলে মনে করা হচ্ছে । তবে বিস্ফোরণের সঠিক ধরন তদন্তের পর বলা যাবে । তিনি বলেন,বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিস্ফোরণের পর এলাকা তল্লাশি চালানো হচ্ছে । উল্লেখ্য,সাম্প্রতিক সময়ে পাকিস্তানি সেনাদের ওপর হামলা বেড়েছে । মাস খানেক আগে পেশোয়ারের একটি থানায় এবং একটি মসজিদে আত্মঘাতী হামলায় প্রায় শতাধিক মানুষ নিহত ও আহত হয়। পাকিস্তান সরকার ওই সমস্ত হামলাগুলিতে টিটিপি জড়িত থাকার অভিযোগ করেছে ।।