এইদিন ওয়েবডেস্ক,জেনেভা,০৬ মার্চ : জেনেভায় জাতিসংঘ ভবনের সামনে বিদ্বেষপূর্ণ ভারত-বিরোধী লেখা বেশ কিছু ব্যানার দেখতে পাওয়া গেছে । এই ঘটনায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি । ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সুইস রাষ্ট্রদূত এই ঘটনার প্রতিবাদ করে বলেছেন যে এটি বার্নকে ভারতের বিরোধিতা সম্পর্কে সন্তুষ্ট করবে ।
রবিবার ভারতের বিদেশ দপ্তরের সচিব সুইস রাষ্ট্রদূতের সাথে দেখা করে জাতিসংঘ ভবনের সামনে ভারত বিরোধী ব্যানার লাগানোর প্রতিবাদ জানিয়েছেন ।
যদিও সুইস সরকারের সাফাই,প্রত্যেকের প্রতিবাদ করার অনুমতি দেওয়া হয়েছে । তবে এই ধরনের প্রতিবাদে সুইস সরকারের অবস্থানের প্রতিনিধিত্ব করে না । মারিয়া ওয়ার্থ (Maria Wirth) নামে এক টুইটার ইউজার্স একটি ছবি পোস্ট করে টুইট করেছেন,’খুব বিপজ্জনক মিথ্যা…জেনেভায় এরকম বেশ কিছু পোস্টার…কেন হিন্দুদের উপর অযৌক্তিক হামলা ? খ্রিস্টানরা ভারতে আক্রমণের শিকার নয়।
হিন্দুদের ওপরেই হামলা হচ্ছে ।’।