এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৬ মার্চ : দিনভর খাটাখাটুনির পর মালিকের বাড়িতে ট্রাক্টর রেখে বাড়ি ফিরছিল চালকসহ শ্রমিকরা । কিন্তু মালিক নির্দেশ দেওয়ায় গভীর রাতে ফের নদীতে বালি তুলতে গিয়েছিল কয়েকজন শ্রমিক । সেই সময় বালির ধস চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল দুই নাবালকসহ ৩ জনের । সোমবার ভোর রাতের দিকে দূর্ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত বালাসন নদীতে । পুলিশ জানিয়েছে, নিহতদের নাম মনু কুমার (২০),রোহিত সাহানি(১৫) ও শ্যামল সাহানি (১৫) । নিহতরা মাটিগাড়া এলাকার বাসিন্দা । এই ঘটনায় রাতের অন্ধকারে নদী থেকে বেআইনিভাবে বালি তোলা নিয়ে প্রশ্ন উঠছে এলাকায় ।
নিহত মনুর কাকা বাবলা চৌহান বলেন,’রাত্রি ২ টো নাগাদ ট্রাক্ট্রর রেখে ওরা বাড়ি চলে আসছিল । তখন মালিক জোর করে আরও এক ট্রলি বালি তুলতে পাঠায় । বালি খোঁড়ার সময় ধস চাপা পড়ে যায় তিনজন ।’ জানা গেছে,বালি তুলতে যাওয়া দলে মোট চারজন ছিল । একজন বরাত জোরে প্রাণে বেঁচে যায় । ঘটনার পর সে ছুটে গিয়ে লোকজন ডেকে আনে । এরপর স্থানীয় বাসিন্দারা বালি সরিয়ে তিনজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন ।
জানা গেছে,নিহতদের মধ্যে মনু কুমার পড়াশোনা করতেন । তাঁর মা নেই । তিনি ৩০০ টাকার রোজ মজুরিতে ট্রাক্টরে বালি তোলার শ্রমিকের কাজ করতেন । সেই উপার্জনেই তার পড়াশোনা সহ যাবতীয় খরচখরচা চলত । মর্মান্তিক এই দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।।