এইদিন ওয়েবডেস্ক,ইথিওপিয়া,০৬ মার্চ : সভ্য সমাজে নাদুসনুদুস পেটের অধিকারী ব্যক্তি উপহাসের পাত্র হন । পেট বহুল ব্যক্তিকে হতাশা ও মানসিক অশান্তিরও মুখোমুখি হতে হয় । তাই পেটের আকৃতি কমাতে বহু কসরত করতে হয় তাঁদের । কিন্তু এমন একটি দেশ আছে যেখানে বৃহৎ পেটের অধিকারীকে সম্মানিত করা হয় । দক্ষিণ ইথিওপিয়ার ওমো উপত্যকার ‘বদি’ উপজাতি বড় পেটকে আকর্ষণীয় বলে মনে করে । এমনকি পেল্লাই সাইজের পেটের অধিকারীকে ‘ফ্যাট ম্যান অফ দ্য ইয়ার’-এর শিরোপা দিয়ে সম্মানিত করে । প্রতি বছর জুন বা জুলাই মাসে দক্ষিণ ইথিওপিয়ার ওমো উপত্যকার ‘বদি’ উপজাতিদের মধ্যে বিখ্যাত ‘কেয়েল’ উৎসব পালিত হয় । সেই উৎসবে অংশগ্রহণ করে নাদুসনুদুস পেটের অধিকারী ব্যক্তিরা । তাদের মধ্যে সব থেকে বড় পেট বহুল ব্যক্তি সেরা নির্বাচিত হয় । আর এই উৎসবে অংশগ্রহণের জন্য পেট বড় করতে সারা বছর নিয়মিত পশুর তাজা রক্ত পান করে থাকেন প্রতিযোগীরা ।
বদি উপজাতির পুরুষরা সাধারণত রোগা হয় । একটি বড় পেট পেতে এবং শিরোপা জয়ের জন্য উৎসবের ছয় মাস আগে থেকে নিষ্ঠুর প্রস্তুতি শুরু হয়। শারীরিক কাজকর্ম থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখে প্রতিযোগীরা । নিয়মিত গরুর দুধ, দই, তাজা রক্ত ও মধু পান করতে হয় তাদের । প্রোটিন সমৃদ্ধ মিশ্রণ খেলে বমি হয় । কিন্তু নিজের সম্প্রদায়ের সম্মান পেতে তারা সবকিছু সহ্য করে চলে । উৎসবের দিনে, পুরুষরা তাদের শরীরে কাদা এবং ছাই মেখে নেয় এবং তাদের মোটা পেট প্রদর্শন করে। উপজাতিরা এমন একজন ব্যক্তিকে ভোট দেয় যার পেট সব থেকে মোটা । বিজয়ীকে ‘ফ্যাট ম্যান অফ দ্য ইয়ার’ ঘোষণা করা হয় । তারা ওই বছরের জন্য স্থানীয় নায়ক হিসেবে বিবেচিত হয়। যদিও উৎসবের পরে, পুরুষদের পেট কয়েক সপ্তাহ পর থেকে স্বাভাবিক আকারে সঙ্কুচিত হতে শুরু করে ।
বদিরা দক্ষিণ ইথিওপিয়ার পশ্চিম তীর বরাবর ওমো উপত্যকায় এবং আশেপাশের নিম্নভূমিতে অবস্থিত ছোট ছোট গ্রামে বাস করে । তাদের প্রধান জীবিকা কৃষিকাজ । মূলত ভুট্টা, জোয়ার এবং তিল চাষ করে তারা । পাশাপাশি গরু, ছাগল এবং ভেড়ার প্রভৃতি গবাদি পশু প্রতিপালন করে । এই সম্প্রদায়ের কাছে পশুপালন খুবই গুরুত্বপূর্ণ । বদিদের নিজস্ব ভাষা আছে, তবে উপজাতির সদস্যরাও আমহারিক ভাষায় কথা বলে, যেটা ইথিওপিয়ার সরকারী ভাষা। তাদের সংস্কৃতিতে বয়স্ক মানুষ এবং তার অভিজ্ঞতাকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয় । পুরুষরা পরিবার ও সম্প্রদায়ের নেতা। পুত্র এবং কন্যা উভয়ই তাদের পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় । বদিদের মধ্যে বহুবিবাহ প্রথার প্রচলন আছে । একজন পুরুষের একাধিক স্ত্রী থাকতে পারে ।।