জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),০৫ মার্চ : যত্রতত্র মলমূত্র ত্যাগ যেকোনো এলাকাকে দূষিত করে তোলে। যিনি খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করতে বাধ্য হন এর ফলে তার যেমন শালীনতা নষ্ট হয় তেমনি পাশ দিয়ে পেরিয়ে যাওয়া পথিকরাও অস্বস্তিতে পড়ে যান। সেই সমস্যা দূর করার জন্য এগিয়ে এল গুসকরা পুরসভা।
পুরসভার অন্যতম পিছিয়ে পড়া এলাকা হলো আদিবাসী অধ্যুষিত ৪ নং ওয়ার্ডের বাগানপাড়া। এখানকার বাসিন্দারা মূলত গরীব। এখনো সবার বাড়িতে শৌচাগার গড়ে ওঠেনি। পুরসভার পক্ষ থেকে এখানে দুটি শৌচাগার – একটি মহিলা ও অপরটি পুরুষদের জন্য, গড়ে তোলা হয়। সেখানে আলো ও জলের ব্যবস্থাও করা হয়েছে এমনকি মহিলাদের স্নানেরও ব্যবস্থা আছে। কর্পোরেট ধাঁচে তৈরি শৌচাগারটি পেয়ে এলাকার বাসিন্দারা, বিশেষ করে মহিলারা, খুব খুশি। এই ধরনের একটি শৌচাগার তাদের কাছে স্বপ্নের মত।
রবিবার একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে শৌচাগারটি ব্যবহারের জন্য স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় । উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার যমুনা শিকারী, পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সহ অন্যান্যরা।
যমুনা দেবী বললেন,’পাড়ার মহিলারা যখন খোলা মাঠে প্রাকৃতির কাজ সারতে যেতেন দেখে খুব খারাপ লাগত। অবশেষে এই শৌচাগারটি তাদের হাতে তুলে দিতে পেরে আমরা খুব খুশি। শৌচাগারটি যাতে পরিচ্ছন্ন থাকে সেদিকে নজর দেওয়ার জন্য তিনি এলাকাবাসীদের কাছে অনুরোধ করেন। তার কাছেই জানা গেলো পুরসভার পক্ষ থেকে আগামী দিনে এই ওয়ার্ডে আরও দুটি শৌচাগার নির্মাণ করা হবে।’ অন্যদিকে চেয়ারম্যান বললেন,শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমাদের লক্ষ্য প্রতিটা ওয়ার্ডে শৌচাগার নির্মাণ করা। আগামী দিনে আমরা আমাদের লক্ষ্য পূরণ করব। পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমাদের লক্ষ্য প্রতিটা ওয়ার্ডে শৌচাগার নির্মাণ করা। আগামী দিনে আমরা আমাদের লক্ষ্য পূরণ করব ।।