এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৪ মার্চ : রাজ্যের প্রতিটি প্রান্তেই জমি মাফিয়া ও দালালদের অসাধূ চক্রের অল্পবিস্তর প্রভাব লক্ষ্য করা যায় । জাল স্বাক্ষর করে এবং গুটি কয়েক স্বাক্ষী জোগাড় করে ভূয়ো দলিল করে অন্যের সম্পত্তি হাতানোর চেষ্টার ঘটনা প্রায়শই শোনা যায় । এমনকি এভাবে মৃত ব্যক্তির সম্পত্তিও হাতিয়ে নেওয়ার নজির আছে । এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের যোগসাজশের অভিযোগ ওঠে প্রায়ই । এবার এমনই এক অসাধু চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর,ধৃতরা হল কাটোয়া থানার গাজিপুর গ্রামের বাসিন্দা মটর শেখ এবং একই থানা এলাকার আমুল গ্রামের বাসিন্দা টগর মাঝি । শুক্রবার রাতে দু’জনকে গ্রেফতারের পর শনিবার তাদের কাটোয়া মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । বিচারক ধৃতদের ৪ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।
জানা যায়,কেতুগ্রাম থানার রসুই গ্রামের বাসিন্দা বরেন কুমার পাল নামে জনৈক এক ব্যক্তিদের কেনা ১২ শতক পরিমান একটি জায়গার জাল দলিল করে দখলের চেষ্টার অভিযোগ ওঠে জয়দেব মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে । বরেনবাবু জানান, কাটোয়ার আতুহাট চক মৌজার অন্তর্গত ওই জায়গাটি তাঁরা কয়েকজন শরিক মিলে নারায়নচন্দ্র মোদক নামে এক ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন । নারায়নচন্দ্র বাবু ওই জায়গাটি কিনেছিলেন পাঁচঘড়ার গোপাল চন্দ্র ঘোষের কাছে । তাঁর অভিযোগ,জয়দেব মণ্ডল নামে ওই ব্যক্তি জাল দলিল করে বেআইনিভাবে নিজের নামে রেকর্ড করিয়ে নেয় ওই জায়গাটি । আর তারপরেই জয়দেব মণ্ডল,ফরজ শেখ সহ বেশ কয়েকজন মিলে জায়গাটিতে খুঁটি পুঁতে দখল নেওয়ার চেষ্টা করছিল । আমরা বাধা দিতে গেলে জয়দেবরা হুমকি পর্যন্ত দেয় আমাদের ।’
জানা গেছে,এনিয়ে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী কাটোয়া থানায় কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বরেন কুমার পাল । একই সময়ে কাটোয়া শহরের বাসিন্দা মহম্মদ সুজন আহমেদ নামে এক ব্যক্তিও একটি পৃথক অভিযোগ দায়ের করেন । দুই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ জাল দলিল চক্রের হদিশ পায় । শেষে মটর শেখ ও টগর মাঝিকে পাকড়াও করে পুলিশ ।
প্রসঙ্গত,জাল দলিল তৈরি করে অন্যের জায়গা হাতিয়ে নেওয়া বা বিএলআরও-এর এক শ্রেণীর অসাধু কর্মীকে হাত করে অন্যের জায়গা নিজের নামে করে নেওয়ার(মিউটেশন) নজির এই প্রথম নয় । পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ও ভাতার এলাকায় এমন অনেক অসংখ্য নজির আছে । যার সিংহভাগই অমিমাংসিত হয়ে পড়ে আছে । ফলে নিজের জায়গা থেকে বঞ্চিত হতে হচ্ছে আসল মালিকদের ।।