দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৪ মার্চ : জঙ্গলে শুকনো পাতা সংগ্রহ করতে যাওয়া বছর সাতাশের আদিবাসী তরুনীকে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার পুলিশ । ধৃতরা হল যদুগরিয়া গ্রামের বাসিন্দা দেবাই সোরেন, মঙ্গল হেমব্রম, মঙ্গল হেমব্রম এবং গলসির লোয়াপুর গ্রামের বাসিন্দা সোম মুর্মু । জানা যায়, আউশগ্রামের পূর্বতটি গ্রামে বাড়ি নির্যাতিতা তরুনীর । গত বুধবার বিকেলে ঘটনাটি ঘটে । বাড়ির রান্নার জ্বালানির জন্য ওই দিন জঙ্গলে শুকনো পাতা কুড়াতে গিয়েছিলেন তিনি । সেই সময় ওই ৪ জন মিলে তাকে গনধর্ষণ করে । পরে একই পাড়ার বাসিন্দা তিন মহিলাও শুকনো পাতা সংগ্রহ করতে গিয়ে নির্যাতিতা তরুনীকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে । তিন মহিলা মিলে তরুনীকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে । এরপর নির্যাতিতাকে প্রথমে বননবগ্রাম হাসপাতালে এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কয়েকদিন ধরে তরুনীর চিকিৎসা চলে ।
এদিকে ঘটনার পরের দিন নির্যাতিতার বিধবা মা আউশগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ৪ ধর্ষককে গ্রেফতার করে পুলিশ । শনিবার ধৃতদের আদালতে পাঠানো হয় ।।