এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৫ মার্চ : মালদায় একাধিক মামলার আসামিকে ধরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক এসআই সহ বেশ কিছু পুলিশকর্মী । ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার মজমপুর গ্রাম পঞ্চায়েতের ইমাম জাগিরে । দুষ্কৃতীদের বাঁশের আঘাতের মাথা ফেটে যায় কালিয়াচক থানার এসআই বিশ্বজিৎ গুহর । জখম হন হয় আরও কয়েক জন পুলিশ কর্মী । এদিকে সেই সুযোগে চম্পট দেয় হাজরু শেখ নামে ওই কুখ্যাত দুষ্কৃতি । পরে অতিরিক্ত পুলিশবাহিনী গিয়ে আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় ।
পাশাপাশি পুলিশের উপর হামলার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয় । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সেলিম সেখ(৪৬), বাহাদুর সেখ(৭০), আব্দুলাহি কাইফ(৩৬),রহমান শেখ(৪২),সাত্তার খান(৭১),মোস্তফা সেখ(২৪), ফিরোজ খান(৪২) ও মোহাম্মদ আবদুল গফফর খান(৪২) । ধৃতদের প্রত্যেকে মোজমপুর গ্রাম পঞ্চায়েতের ইমাম জাগির এলাকার বাসিন্দা । সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয় ।
পুলিশ সূত্রে জানা গেছে,মজমপুর গ্রাম পঞ্চায়েতের ইমাম জাগিরের বাসিন্দা হাজরু শেখ পুলিশের খাতায় একজন কুখ্যাত দুষ্কৃতি হিসাবে চিহ্নিত । তার বিরুদ্ধে ১৭ টি গুরুতর অভিযোগে মামলা চলছে । বেশ কিছুদিন ধরে তার সন্ধান চালাচ্ছিল পুলিশ ।
পুলিশ সুত্রে খবর, রবিবার রাতে মজমপুর এর ইমাম জাগিরে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । সেখাতে উপস্থিত হয়েছিল হাজরু শেখ । গোপন সুত্র থেকে খবর পেরে হাজারুকে ধরতে সেখানে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ বাহিনী । কিন্তু পুলিশ সেখানে পৌঁছলে বেশ কিছু দুষ্কৃতি বাঁশ, লাঠি-সোঁটা নিয়ে পুলিশের উপর চড়াও হয়ে হামলা চালায় বলে অভিযোগ । আর সেই সুযোগে চম্পট দেয় হাজরু শেখ । এদিকে দুষ্কৃতিদের বাঁশের আঘাতে এসআই বিশ্বজিৎ গুহর মাথা ফেটে যায়। পরে অতিরিক্ত পুলিশবাহিনী গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যায় । বিশ্বজিৎবাবুর মাথায় ৭ টি সেলাই হয়েছে বলে জানা গেছে । পুলিশ জানিয়েছে,হাজরু শেখের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে ।।