এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৪ মার্চ : জেলে বন্দী মাফিয়া ডন এবং বিধায়ক মুখতার আনসারির ছেলে এবং মৌ সদর আসনের নবনির্বাচিত সুহেলদেও ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি) বিধায়ক আব্বাস আনসারি ও তার ভাই উমর আনসারির বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল যোগী আদিত্যনাথের প্রশাসন । মৌ-এর দক্ষিণ টোলা থানা এলাকার জাহাঙ্গিরাবাদের প্রধান সড়কের পাশে বাড়িটি তৈরি করা হয়েছিল । নিয়ম না মেনে বাড়িটি নির্মানের অভিযোগ রয়েছে । শুক্রবার বিকেল ৪ টা নাগাদ প্রচুর পুলিশ বাহিনীর উপস্থিতিতে দুটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় তাদের দু’তলা বাড়িটি ।
এদিকে মৌ পুলিশ প্রশাসনকে হুমকি দিয়ে আব্বাস আনসারির জন্য নতুন সমস্যা বেড়েছে । টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে,আব্বাস গত ৩ মার্চ রাতে মৌ-এর পাহাড়পুর এলাকায় একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় রাজ্য সরকারের আধিকারিকদের হুমকি দিয়ে আব্বাস আনসারি বলেছিলেন, ‘সমাজবাদী পার্টি (এসপি) নেতৃত্বাধীন সরকার গঠনের পরে, বদলির আগে কর্মকর্তাদের তাদের অতীতের শাসনাকালে কাজের হিসাব দিতে হবে ।’ তার বক্তৃতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে, মাউ পুলিশ তার বিরুদ্ধে আইপিসির ১৭১ এফ এবং ৫০৬ ধারার একটি মামলায় মামলা করেছে ।।